
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সিএনজি-অটোরিক্সা থেকে প্রকাশ্যে চাঁদাবাজীর অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে এই সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ডেমরা সড়কের মাথায় চাঁদা উত্তোলন করছে বলে জানা গেছে। এই চাঁদাবাজ চক্রের সদস্যরা হলো, শিমরাইল টেকপাড়া এলাকার আলমাস মুন্সি, রাকিবুল হাসান রিফাত, চেয়ারম্যান বাড়ীর বিল্লাল। খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর শিমরাইল মোড়ের ডেমরা সড়কের মাথায় সিএনজি ও অটোরিক্সা স্ট্যান্ডের চাঁদাবাজীর নিয়ন্ত্রণ নেয় চাঁদাবাজ আলমাস মুন্সি, রাকিবুল হাসান রিফাত ও চেয়ারম্যান বাড়ীর বিল্লাল। ৫ আগষ্টের আগে এই স্ট্যান্ডের নিয়ন্ত্রণ করতো বিদেশে পালিয়ে থাকা নারায়ায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের মামা শ^শুর জালাল উদ্দিন ওরফে জালাল মামার ভাগিনাখ্যাত আনোয়ার হোসেন আনু। বর্তমানে এই স্যান্ডটি নিয়ন্ত্রন করছেন আলমাস মুন্সি,রাকিবুল হাসান রিফাত ও বিল্লাল। এই সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন সিএনজি থেকে ৫০ টাকা এবং অটোরিক্সা থেকে ৩০ টাকা করে জোরপূর্বক আদায় করা হয় বলে অভিযোগ চালকদের। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি চালক জানান, ভাই এই স্ট্যান্ডে গাড়ী না রাখলেও এই রাস্তা দিয়ে গেলেই আলমাস মুন্সিকে টাকা দিতে হয়। এই স্ট্যান্ডে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কারী রানা জানান, স্যার সারাদিন আমি এই রাস্তার যানজট ছুটাই সেজন্য ড্রাইভাররা আমাকে খুশি হয়ে ২০/৩০ টাকা করে দেয়। এই টাকা থেকে নিয়মিত রিফাতকে দিতে হয় ৩০০ টাকা, চেয়ারম্যান বাড়ীর বিল্লালকে দিতে ২০০ টাকা এবং আলমাস মুন্সিকেও চা-পানি খাওয়ার জন্য টাকা দিতে হয়। তাদেরকে টাকা না দিলে রিফাত ও বিল্লাল আমার কাজ বন্ধ করে দেয়। এ ব্যাপারে জানতে চাইলে আলমাস মুন্সি বলেন, কাকা কি করমু সারাদিন মার্কেটের সামনেই বসে থাকি সিএনজি চালকরা খুশি হয়ে আমাকে ৪০/৫০ টাকা দেয়। জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, এ বিষয়টি আমার জানা নেই। যদি কোন ভুক্তভোগী থানায় অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। র্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, যে কোন অপরাধ নির্মূলে তৎপর রয়েছে র্যাব। বিষয়টি খতিয়ে দেখা হবে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯