আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | সকাল ১১:৫৪

বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ডান্ডিবার্তা | ১০ অক্টোবর, ২০২৫ | ১০:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মেয়ে ও মা গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আড়াইহাজার পৌরসভার ছোট বিনাইরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রোজিনা আক্তার (৩৫)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কামারপাড়া এলাকার সোহেলের স্ত্রী। আহতরা হলেন রোজিনার মেয়ে সুরভী (১৬) এবং মা মাসুদা (৪৫)। তারা বর্তমানে আড়াইহাজার পৌরসভার ছোট বিনাইরচর এলাকায় জনৈক শফির বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রোজিনার মেয়ে সুরভী বাড়ির ছাদে কাপড় শুকাতে গেলে হঠাৎ বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। মেয়েকে বাঁচাতে গিয়ে রোজিনা ও তার মা মাসুদাও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তিনজনকেই উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোজিনা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত সুরভীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসিরউদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদের উপরের খোলা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা