আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | সকাল ৮:১৬

না’গঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‌্যালী

ডান্ডিবার্তা | ১০ অক্টোবর, ২০২৫ | ১০:৪২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এবং ভিশন স্প্রিং এর সহযোগিতায় নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে ব্র্যাক ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক আবুল কালাম আজাদ সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রাক ম্যানেজার (বিএইচ পি) মো: মুস্তাফিজুর রহমান, জেলা সমন্বয়ক (ব্র্যাক) সুমন চৌধুরী, জেলা ব্যবস্থাপক (টিবি) শামীম হোসেন, এলাকা ব্যবস্থাপক (বিএইচপি) পবিত্র কুমার দেবনাথ, কর্মসূচি সংগঠক (বিএইচপি) অন্তু কর্মকার, এবং ভিশন স্প্রিং এর প্রতিনিধি সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে চক্ষু সচেতনতা বৃদ্ধি, চোখের স্বাস্থ্য রক্ষায় গুরুত্ব এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রæতি ব্যক্ত করা হয়। এছাড়াও উপস্থিত সকলকে চোখের যতœ ও নিয়মিত চক্ষু পরীক্ষা করার প্রয়োজনীয়তা নিয়ে সচেতন করা হয়। উক্ত আয়োজনে নারায়ণগঞ্জের সাধারণ জনগণসহ চিকিৎসক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা