আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | সকাল ৮:৩১

অর্থের বিনিময়ে আওয়ামী দোসরদের পূর্নবাসন

ডান্ডিবার্তা | ১০ অক্টোবর, ২০২৫ | ১০:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের শীর্ষ নেতা সহ কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বিরুদ্ধে যুবলীগ নেতা দ্বীন ইসলাম প্রধানের সঙ্গে যোগসাজশের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তারা বিএনপির নাম ও সাইনবোর্ড ব্যবহার করে অবৈধভাবে “ড্রেজার” স্থাপন করে ফসলি জমি ভরাট করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রেজার স্থাপনের মাধ্যমে ফসলি জমি ভরাট করে ব্যক্তিগতভাবে বিপুল অর্থ উপার্জন করছে যুবলীগ নেতা দ্বীন ইসলাম। এতে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এছাড়াও অভিযোগ রয়েছে, বিএনপির নাম ও দলীয় অবস্থানকে ব্যবহার করে শাহাদুল্লাহ মুকুল ও নজরুল ইসলাম যুবলীগ নেতা দ্বীন ইসলাম প্রধানের সঙ্গে বিভিন্ন অনৈতিক কর্মকাÐে জড়িয়ে পড়েছেন। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজীব, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাবেক যুবদল নেতা মহিউদ্দিন শিশির, জেলা জিয়া পরিষদের যুগ্ম আহŸায়ক সাহাদাত হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক সোহেল প্রধানের নামও আলোচনায় আসে। তথ্যসূত্রে আরও জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে যুবলীগ ঘনিষ্ঠ কিছু ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ান শাহাদুল্লাহ মুকুল ও তার সহযোগীরা। অভিযোগ রয়েছে, বিএনপির তকমা লাগিয়ে তারা যুবদলের ব্যানারে নতুন পরিচয়ে রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। এ প্রসঙ্গে আরও জানা যায়, যুবলীগ নেতা দ্বীন ইসলাম প্রধান তার ব্যক্তিগত অফিসে নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিএনপি ও যুবদলের কিছু নেতাকে সঙ্গে নিয়ে একাধিক মতবিনিময় সভার আয়োজন করেন। এসব সভায় দ্বীন ইসলাম প্রধান, রাজীব, সাখাওয়াত, টিপু, সাহেদ ও নাজমুল হক রানা উপস্থিত থেকে নিজেদের তোলা বিভিন্ন অনুষ্ঠানের ছবি ব্যবহার করে পোস্টার বানিয়ে প্রচারণা চালান। তারই ধারাবাহিকতায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ইউনিয়নের বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেশ যুবদল নেতা শিশির ও সোহেল প্রধানসহ কয়েকজনকে নিয়ে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ড কমিটি গঠনের সভার আয়োজন করেন যুবলীগ কর্মী দ্বীন ইসলাম প্রধান, যেখানে সভাপতিত্বও করেন তিনিই। এদিকে এলাকায় গুঞ্জন উঠেছে, যুবলীগ নেতা দ্বীন ইসলাম প্রধানের বাবা আলতাফ হোসেন ২০০৯ সালে ওই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। ফলে প্রশ্ন উঠেছে তিনি যদি বিএনপির ওয়ার্ড সভাপতি হয়ে থাকেন, তাহলে এতদিন তিনি কী করছিলেন? সরকার বিরোধী কোন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন নাকি? হটাৎ করেই য্বুলীগ নেতা দ্বীন ইসলাম প্রধানের বাবাকে ওয়ার্ড বিএনপির সভাপতি বানিয়ে সামনের কাতারে হাজির করেছে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল। এছাড়ও দ্বীন ইসলাম প্রধানের চাচাতো ভাই নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি দেলোয়ার হোসেন চেয়ারম্যান বর্তমানে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। দ্বীন ইসলাম প্রধানের বিরুদ্ধেও আরও অভিযোগ রয়েছে তিনি সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ও বিতর্কিত রাজাকারপন্থী মাকসুদ হোসেনের উপজেলার নির্বাচনী কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এতে নিজের পরিবারের সদস্যদেরও তিনি সরাসরি সম্পৃক্ত করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, এসব কর্মকাÐ বিএনপির নীতি-আদর্শ পরিপন্থী এবং দলের ভাবমূর্তি বিনষ্টের শামিল। এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন বলেও তারা মন্তব্য করেছেন।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা