
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে প্রতিটি আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। এর মধ্যে অনেকেই যোগ্য। এবার দলের এমন প্রার্থী দেয়া হবে যাদের দ্বারা বিএনপি বিজয় ছিনিয়ে নিতে পারেন। এমন অনেক প্রার্থী রয়েছেন যার অনেক টাকা রয়েছে কিন্তু জনপ্রিয়তা নেই। সেই সকল প্রার্থী দিলে বিএনপি আসন হারাবে। এমনটাই মনে করেন তৃনমূল। বর্তমানে নারায়ণগঞ্জে প্রতিটি আসনে গ্রæপিং চলছে। কে কত লোক তার সংগে রাখতে পারেন। ঐ নেতার জনগণের কাছে গ্রহনযোগ্যতা থাকুক আর নাই থাকুক। নিজেকে প্রদর্শন করাটাই তাদের লক্ষ্য। এভাবে তারা নতুন করে গ্রæপিং সৃষ্টি করছে। বিএনপিকে বিভিন্ন গ্রæপে ভাগ করে ফেললে আগামী নির্বাচনে এর খেসারত বিএনপিকেই দিতে হবে। এমনটাই দাবি তৃনমূলের। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একক প্রার্থী বাছাইয়ে কাজ করছে বিএনপি। তফশিলের আগেই ৩০০ আসনের মধ্যে অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘সবুজ সংকেত’ দিতে চায় দলটি। বিএনপির তৃণমূল নেতাদের শঙ্কা, দ্রæত আসনভিত্তিক একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ না দিলে অনেক জায়গায় দ্ব›দ্ব-গ্রæপিং বাড়তে পারে। নেতাদের মতে, বেশির ভাগ আসনে একাধিক প্রার্থী থাকায় নেতাকর্মীরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন। এমন আসনও আছে, যেখানে বাবা-ছেলে এবং ভাই-বোন আলাদাভাবে গণসংযোগ করছেন। এ অবস্থায় এখনই প্রতি আসনে একক প্রার্থী নির্বাচনি মাঠে নামাতে পারলে বিবাদ-গ্রæপিং এড়ানো যাবে। তাই যত দ্রæত দল থেকে একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেওয়া হবে, তৃণমূলের নেতাকর্মীরা ততই বেশি সুসংগঠিতভাবে নির্বাচনি মাঠে নামতে পারবেন। বিএনপির একাধিক নেতা বলেন, দীর্ঘ বছর দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়ায় স্বাভাবিকভাবেই আসনভিত্তিক মনোনয়নপ্রত্যাশী অনেক নেতা। ইতোমধ্যে যেসব আসনে বেশি প্রার্থী বা জটিলতা বেশি, সেসব আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাথে হাইকমান্ড কখা বলবে। তৃণমূল নেতারা জানান, জামায়াতে ইসলামীসহ অনেক রাজনৈতিক দলই একক প্রার্থী চূড়ান্ত করেছে। এমনকি তারা নিজ নিজ আসনেও গণসংযোগ করছেন। কিন্তু প্রায় প্রতিটি আসনে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী এখন মাঠে রয়েছেন। তাদের অনেকেই বিগত সময়ে দলের জন্য অবদান রেখেছেন। এ অবস্থায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও দ্বিধায় আছেন, বাড়ছে গ্রæপিংও। কে পাচ্ছেন দলীয় মনোনয়ন, এ নিয়ে তাদের এখন বেশি আগ্রহ। খোঁজ নিয়ে জানা যায়, নাটোরের একটি আসনে ভাই-বোন মনোনয়ন চাচ্ছেন। তারা পৃথকভাবে গণসংযোগও করছেন। এমন চিত্র আরও কয়েকটি আসনে রয়েছে। আবার এরকমও আছে-একই আসনে বাবা-ছেলে দুজনই মনোনয়ন চান। তবে বিএনপির একজন নীতিনির্ধারক যুগান্তরকে বলেন, এবারের নির্বাচনে কাউকে দুটি আসন বা কোনো পরিবারকে দুটি আসন দেওয়া হবে না। ইতোমধ্যে এ ধরনের যেসব আসন রয়েছে, সেখানে ওই পরিবারকেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে কে হবেন প্রার্থী। নারায়ণগঞ্জ ৪ আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন আহমদ, বিএনপি জেলা কমিটির আহŸায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজীব ও ২০০৮ সালে ফতুল্লা আসন থেকে সারাহ বেগম কবরীর সঙ্গে বিএনপি প্রার্থী হিসেবে মাত্র ২ হাজার ১০০ ভোটে পরাজিত শিল্পপতি মোহাম্মদ শাহ আলম। নারায়ণগঞ্জ-৫ আসনে সাবেক সাংসদ এড. আবুল কালাম, দুই শিল্পপতি মডেল গ্রæপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ, প্রাইম গ্রæপের চেয়ারম্যান আবু জাফর বাবুল, মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন। নারায়ণগঞ্জ-৩ আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন আহমদ, সোনারগাঁ বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, বিএনপি নেতা আল মুজাহিদ মল্লিক। নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির স্থায়ী কমিটির নেতা কাজী মনির, দিপু ভ’ইয়া। নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর, বিএনপি নেতা সুমন ও মহিলাদল নেত্রী পারভীন আক্তার মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তাদের বলয়ে বিভিন্ন কর্মীরা কাজ করছেন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯