
ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনরাত বিভিন্ন পন্থায় নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি প্রাইম গ্রæপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। প্রতিদিনই তিনি এবং তার পক্ষে কর্মী-সমর্থকরা ভোটারদের কাছে যাচ্ছেন। শুক্রবার বাদ জুম্মা শহর ও বন্দরে ২ শতাধিক মসজিদে বিশেষ দোয়া হয়েছে আবু জাফর আহমেদ বাবুলের জন্য। তিনি নিজেও নগরীর চাষাড়া বালুর মাঠ সংলগ্ন নূর মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেন। এবং নামাজের আগে মুসুল্লিদের উদ্দেশ্য দোয়া চেয়ে বক্তব্য রেখেছেন। বাদ জুম্মা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৩নং ওয়ার্ডের নূর মসজিদে নামাজ শেষে তিনি নিজেই লিফলেট বিতরণ করেন। নারায়ণগঞ্জ শহর-বন্দর আসনে প্রায় ২০০টি মসজিদে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। এর মধ্যে গতকাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩০টি মসজিদে লিফলেট দেন বাবুল ও তার সমর্থকরা। জুম্মা নামাজের আগে তিনি মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্যে দেন প্রার্থী বাবুল। সদর-বন্দর আসনের মনোনয়ন প্রত্যাশি ও প্রাইম গ্রæপের চেয়ারম্যান শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল বলেন, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি সদর-বন্দর আসনে নির্বাচন করার ইচ্ছা পোষন করে মাঠে নেমেছি। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন চাইবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। নারায়ণগঞ্জের উন্নয়নে ভুমিকা রাখতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় মানুষের আকাংক্ষা ফুটে উঠেছে। আমরা বাবুলের পক্ষে যখন ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাই, দেখতে পাই একজন গ্রাম ও শহরের মানুষও ৩১ দফা পড়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাই জাতির কল্যাণে ৩১ দফার বিকল্প নেই। তারেক রহমান বলেছেন, যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে তারা বিএনপির কেউ না। শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা মানুষের অকল্যাণ হয় এমন কাজ করতে পারে না। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে বিএনপির নেতাকর্মীদের এক থাকতে হবে। এজন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী হবেন তার সাথে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এদিকে প্রচার-প্রচারণা, শোডাউন ও নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি আবু জাফর আহমেদ মানুষের সেবায়ও কাজ করছেন। ইতিমধ্যে তার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে ফগার মেশিন সরবরাহ করা হয়েছে। এতে নগরবাসীর কাছে প্রশংসিত হয়েছেন আবু জাফর আহমেদ বাবুল। প্রাইম গ্রæপের অঙ্গ প্রতিষ্ঠান “প্রাইম ওয়াশিং প্লান্ট”-এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল জানান, আবু জাফর আহমেদ বাবুল সর্বদা শত শত মানুষের সেবামূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন। স¤প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দির প্রাঙ্গণে কুমারী পূজায় আগত দর্শনার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। এছাড়াও কুমারী পূজা উদযাপন উপলক্ষে চাষাড়া থেকে মিশনপাড়া সড়কের যানজট নিরসনে বিএনপির একদল নেতাকর্মী সমর্থকরা তাঁর পক্ষে ভলান্টিয়ারের দায়িত্ব সুশৃঙ্খলভাবে পালন করেন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯