আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৩:৫২

আগামীর বাংলাদেশ চীন বা ভারতপন্থী হবে না

ডান্ডিবার্তা | ১১ অক্টোবর, ২০২৫ | ৯:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
প্রায় দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ‘জুলাই সনদকে’ দ্রæত আইনি ভিত্তি দেওয়ার জোর দাবি জানিয়েছে খেলাফত মজলিস। দলটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি কেউ জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনাকে উপেক্ষা করে আগামীর বাংলাদেশের রাজনীতি সাজাতে চায়, তবে রাজপথে কঠিন যুদ্ধ হবে। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে অনুষ্ঠিত এক গণসমাবেশে দলের কেন্দ্রীয় আমির মাওলানা মামুনুল হক প্রধান অতিথির বক্তব্যে এই কঠোর বার্তা দেন। জুলাই সনদ বাস্তবায়ন, শাপলা চত্বরের গণহত্যাসহ সব হত্যাকাÐের বিচার, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং খেলাফত প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রতি সরাসরি বার্তা দিয়ে মাওলানা মামুনুল হক বলেন, “প্রায় ২ হাজার শহীদের রক্তের বিনিময়ে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, তাই সেই জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, নির্বাচনের যথেষ্ট সময় পূর্বে, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে দ্রæত তা ঘোষণা করতে হবে। মাওলানা মামুনুল হক বাংলাদেশের ভবিষ্যত রাষ্ট্রীয় নীতি নিয়েও স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, “আগামীর বাংলাদেশ চীন, ভারত বা পিÐিপন্থী হবে না, আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশপন্থী। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে যদি কেউ বাইপাস করে আগামীর বাংলাদেশের রাজনীতিকে রচনা করতে চায়, তাহলে রাজপথে যুদ্ধ হবে। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মামুনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা এনামুল হক মূসা, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা মইনুদ্দিন, মাওলানা মীর আহমদ উল্লাহ ফুয়াদ, মাওলানা শাহজাহান শিবলী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ওবায়দুল কাদের নদবি কাসেমী প্রমুখ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা