
ডান্ডিবার্তা রিপোর্ট
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গণমিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার জুমার নামাজের পর শহরের মিশনপাড়া মোড় থেকে এ বিশাল গণমিছিল শুরু হয়। এতে অংশ নেন মহানগর ও থানা পর্যায়ের শতাধিক নেতাকর্মী। গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে। দেশে যেন আর কোনো অন্যায়, জুলুম বা ফ্যাসিবাদী শাসন কায়েম না হতে পারে- এটাই এখন গণমানুষের প্রত্যাশা। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই ছাত্র-জনতার ওপর নির্যাতনের বিচার ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, “আগামী ফেব্রæয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। বর্তমান সরকার নির্বাচনের জন্য যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রয়োজন, তা তৈরি করতে ব্যর্থ হয়েছে। গণমিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এখন গোটা দেশ ঐক্যবদ্ধ। এটি কেবল জামায়াতের নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। সরকারকে দ্রæত এই দাবি মেনে নিতে হবে।” এ সময় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ. এম. নাসির উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর কর্মপরিষদ সদস্য ও প্রচার–মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিনসহ মহানগর ও থানা জামায়াতের নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯