আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | সকাল ৯:০০

নির্বাচিত হলে চুরির দরজা বন্ধ করব

ডান্ডিবার্তা | ১১ অক্টোবর, ২০২৫ | ৯:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আল্লাহ্ বা কোরআনের আয়াত সহ্য করতে না পারলে নিজেদের নাম থেকে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়ার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও নারায়ণগঞ্জ ৪ আসনের পদপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। গতকাল শুক্রবার কাশিপুর হাটখোলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সুধী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। নির্বাচনকালীন রাজনীতি এবং একটি নির্দিষ্ট দলের (যাদের তিনি ‘এক্স’ ও ‘জেড’ নামে অভিহিত করেন) আদর্শিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি বলেন, “নিজের নাম থেকে আল্লাহর নামটা বাদ দিয়ে তারা আবার নির্বাচন চায় না… ‘এক দিকে এক্স আরেক দিকে জেট’। এক্স বলে আমি আল্লাহর উপরে আস্থা রাখতে চাই, আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের ভিত্তি পেয়ে আমি কি করব রাষ্ট্র পরিচালনা করব। এরপরই তিনি তীব্র আক্রমণ করে বলেন, “যে (দল) বলে আমি আল্লাহর নামটাও সহ্য করবো না… ঠিক একসের সাথে করব এটাই স্বাভাবিক। আপনার আমার একটাই কথা, বাবা তুমি আল্লাহর নাম যখন সহ্য করতে পারো না, কোরআনের আয়াত যখন সহ্য করতে পারো না, মেহেরবানি করে ইসলামী শব্দটাও বাদ দাও। মুফতি কাসেমী ঘোষণা করেন, “কোরআন সুন্নাহকে সম্মান করবে যারা, কোরআন সুন্নাহর বিরোধী আইন করবে না—এই প্রতিশ্রæতি দিবে যারা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, সেই শক্তিকেই আগামীতে ক্ষমতায় আনবো এবং আমরা সোনার মদিনার মতো ইসলামী সমাজ গঠন করবো। আসন্ন নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুফতি কাসেমী জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার অঙ্গীকার করেন। তিনি বলেন, আল্লাহ তাঁকে সেবা করার সুযোগ দিলে প্রথম দুই বছরের মধ্যে প্রতিটি ইউনিয়নে ক্লিনিক প্রতিষ্ঠা করা হবে, যেখানে ২৪ ঘণ্টাই সেবা প্রদান করা হবে। তিনি প্রতিশ্রæতি দেন, “আসগর আলী এবং ইউনাইটেড প্রতিষ্ঠানগুলো যে মানের সেবা দিয়ে থাকে, সেই ধরণের… আপনার আমার টাকায় লাভবিহীনভাবে পরিচালিত হবে। প্রত্যেকে সর্বোচ্চ সেবা প্রদান করা হবে।” তবে তিনি যোগ করেন, “এ কাজগুলো করতে পারবো নির্বাচন হলে, নির্বাচন না হলে করতে পারবো না। প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব মুফতি কাসেমীকে নির্বাচিত করার পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি প্রতিশ্রæতি দিয়ে বলেন, “মুফতি মনির হোসাইন কাসেমী নির্বাচিত হলে চুরির দরজা বন্ধ হয়ে যাবে। তিনি দুর্নীতির সমালোচনা করে উদাহরণ দেন, “রাস্তার কাজের উন্নয়নের জন্য ৫ কোটি টাকা মঞ্জুর হলো, কাজ ৫০ লাখ টাকা, সাড়ে ৪ কোটি টাকা গায়েব। এটা মুফতি মনির হোসাইন কাসেমী এলাকায় হবে না। সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা সিনিয়র সহসভাপতি হাফেজ মোহাম্মদ হানজালা। এ সময় আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, মোহাম্মদ কামাল হোসেন মোক্তার সহ আরো অনেকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা