
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার আলীগঞ্জে ফুটবল টূর্নামেন্টের আড়ালে আওয়ামী লীগকে পূর্ণবাসনের চেষ্টা করছে শ্রমিকলীগ নেতা কাওছার আহমেদ পলাশের অনুসারীরা। পাশাপাশি বিএনপির ক্লিন ইমেজের নেতাদের অতিথি করে বিএনপিকে বিতর্কীত করছে এমন দাবি স্থানীয় বিএনপির তৃনমূলের নেতাকর্মীদের। স্থানীয়রা জানায়, বিতর্কের ধারাবাহিকতা ধরে রাখতেই আলীগঞ্জ মাঠে শ্রমিক লীগ নেতা কাউছার আহম্মেদ পলাশের প্রতিষ্ঠিত আলীগঞ্জ ক্লাবের উদ্দ্যেগে আয়োজন করা হয়েছে নুর মোহাম্মদ স্মৃতি ফুটবল টূর্নামেন্ট। আগামীকাল রোববার আলীগঞ্জ ক্লাব মাঠে এই টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মোহাম্মদ আমিনুল হক। আর এই ফাইনাল খেলার যিনি সভাপতিত্ব করবেন তিনি হলেন আওয়মীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মেম্বার। স্থানীয়রা জানায়, নব্বই দশকের শুরতে দাপা এলাকাবাসীর উপর হামলা করতে গিয়ে পাল্টা হামলায় নিহত হয় নুর মোহাম্মদ। তৎকালীন ছাত্রলীগ নেতা কাওছার আহমেদ পলাশ নুর মোহাম্মদকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে পালিয়ে নিজের প্রাণ রক্ষা করেন। সেই প্রয়াত নুর মোহাম্মদকে পুঁজি করে নতুন করে রাজনীতি শুরু করেন পলাশ। নুর মোহাম্মদের মৃত্যুর পর প্রথম দু এক বছর নুর মোহাম্মদের নামে ফুটবল টূর্নামেন্টের আয়োজন করা হয়েছিলো। এরপর দীর্ঘদিন সে আয়োজন বন্ধ থাকার পর গত চার বছর ধরে আবারো সেই টূর্নামেন্টের আয়োজন করেন শ্রমিক লীগ নেতা কাউছার আহম্মেদ পলাশ। আর এই কাজে ব্যবহার করার জনয় প্রতিষ্ঠা করেন আলীগঞ্জ ক্লাব। স্থানীয়রা জানায়, আলীগঞ্জ ক্লাব প্রতিষ্ঠার পর থেকে নানা বিতর্কের জন্ম দিয়েছে। এই ক্লাব আওয়ামীলীগের দূর্গ হিসেবে ব্যবহার করা হতো। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মধ্য দিয়ে আওয়ামীলীগ সরকারের পতনের পর আওয়ামীলীগকে পূর্নবাসনে ব্যবহার করা হচ্ছে আলীগঞ্জ ক্লাবকে। স্থানীয়দের অভিযোগ, আওয়মীলীগের অবস্থান শক্ত করতে কৌশল অবলম্বন করছে শ্রমিক লীগ নেতা কাউছার আহম্মেদ পলাশ সমর্থিত স্থানীয় একটি মহল। এই মহলটি বিএনপি নেতাদের বিতর্কিত করতে এবং আওয়ামী নেতাদের প্রতিষ্ঠিত করতে শ্রমিক লীগ নেতা পলাশের প্রেসক্রিপশনুযায়ী টুর্নামেন্টের আয়েজন করেছে। আর এই টূর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন নারায়নগঞ্জ চেম্বার অব কমার্সের মোঃ আবু জাফর।
ই-
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯