আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | সকাল ৮:৪৩

বন্দরে আবু জাফর বাবুলের ‘ফ্রি মেডিকেল সার্ভিস’

ডান্ডিবার্তা | ১১ অক্টোবর, ২০২৫ | ১০:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পরেশ সাধুর আশ্রমে গতকাল শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রি মেডিকেল সার্ভিস’। স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের এ আয়োজন করেন প্রাইম গ্রæপের চেয়ারম্যান বিএনপি নেতা আবু জাফর আহমদ বাবুল। আয়োজনে চিকিৎসা সেবা দেন ডা. সজল কুমার দাস, যিনি ফার্মাসিউটিক মেডিসিন সোসাইটির চেয়ারম্যান। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলা এ সেবায় আশপাশের বিভিন্ন এলাকার ৪৫ জন মানুষ চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা ক্যাম্পে উপস্থিত রোগীদের সাধারণ চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। ওষুধের পাশাপাশি স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যবিষয়ক পরামর্শও দেওয়া হয়। আয়োজক আবু জাফর বাবুল বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য। সমাজে কেউ যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, এই ভাবনা থেকেই আমরা নিয়মিত এমন উদ্যোগ নিচ্ছি।” স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষ উপকৃত হচ্ছেন, বিশেষ করে যাদের পক্ষে নিয়মিত চিকিৎসা করানো সম্ভব নয়। তারা এ ধরনের সেবা অব্যাহত রাখার দাবি জানান।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা