
ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল শনিবার দুপুর ২টায় গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দল ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনে মুল লক্ষ্য ছিল ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারী হাসপাতালগুলোর চিকিৎসা সেবা এবং হাসপাতালের পরিবেশ। গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা। হাসপাতালের পরিবেশ এবং ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে প্রতিনিধি দল ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জহিরুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দল ডাঃ জহিরুল ইসলামকে সাথে নিয়ে হাসপাতালের ভেতরের ড্রেনের জমে থাকা পানি, সুয়ারেজের ভাঙ্গা পাইপ, বিভিন্ন ময়লা আবর্জনায় জমে থাকা ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র এবং হাসপাতালের ওয়াশরুমের অবস্থা দেখান। পরিদর্শন শেষে তরিকুল সুজন বলেন, নারায়ণগঞ্জের স্বাস্থ্য খাতে প্রয়োজনের তুলনায় বরাদ্দ অনেক কম। ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ জাতীয় অর্থনীতি, রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখলেও কার্যত নারায়ণগঞ্জ অবহেলিত এবং বঞ্চিত। চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো কার্যত বহুলাংশে অসহায় এবং বহুবিধ সীমাবদ্ধতা নিয়ে চিকিৎসা দেবার চেষ্টা করছেন। ভিক্টোরিয়া হাসপাতালে বহুদিন ধরে মাদক এবং অপরাধীচক্ররা সক্রিয় আছেন। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত ঝুকিপূর্ণ। পাশাপাশি নানান সংস্কার কাজে গণপূর্ত বিভাগের অবহেলা পরিস্থিতিকে আরো জটিল এবং নাজুক করে তুলেছে। আমরা ভিক্টোরিয়া হাসপাতালে ঢুকতেই আমাদের চোখে পরে হাসপাতালের গেইট সংলগ্ন ড্রেনে অটো চালকদের কেউ কেউ এসে প্রস্রাব করছেন! আরো ভিতরে গিয়ে আমরা দেখেছি, হাসপাতালের প্রত্যেকটি ড্রেন ভাঙ্গা, সুয়ারেজ সিষ্টেমের পাইপ ভেঙ্গে রোগীদের মল-মুত্র নানান জায়গায় ছড়িয়ে পড়ছে। এবং ভিক্টোরিয়া হাসপাতালের মর্গ সংলগ্ন পেছনের অংশে প্রচুর ময়লা আবর্জনা জমে আছে। ময়লা আবর্জনায় পুরাতন পানি পরিণত হয়েছে ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র। এছাড়াও হাসপাতালের ওয়াশরুমগুলোর কোন কোনটার দরজায় ছিটকিনি নেই, বৈদ্যুতিক সুইচ ভাঙ্গা, ওয়াশরুমের লাইট নেই, বেসিনের পানির কল ভাঙ্গা! আমরা এসব বিষয়ে আরএমও ডাঃ জহিরুল ইসলামকে অবহিত করি এবং তিনি আমাদের আশ্বাস দেন ছোটখাটো সংস্কারগুলো আগামী ২/১ দিনের ভেতরই তিনি সমাধান করবেন কিন্তু ড্রেনেজ এবং অবকাঠামোগত কিছু সংস্কার বিষয়ে গণপূর্ত বিভাগকে জানানোর পর গণপূর্ত সংস্কার করছেন না। ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ জহিরুল ইসলাম বলেন, আজকে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনে এসেছেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তাদের উদ্যোগ প্রশংসনীয়। তারা এর আগে খানপুর হাসপাতালে গিয়েছেন। আজকে তাদের সাথে আমি নিজেও পুরো হাসপাতালের পরিবেশ পরিদর্শন করেছি। তাদের কথা শুনেছি। তারা ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রত্যাহিক খাবারের সাথে বিশেষ কিছু ফলমূল যুক্ত করার কথা বলেছেন। পাশাপাশি পরিবেশগত কিছু কনসার্ন তারা জানিয়েছেন। আমরা আশ্বস্ত করছি যেগুলো আমাদের হাতে রয়েছে তা আগামীকালকের মধ্যেই সমাধান হবে। আর অবকাঠামোগত উন্নয়নের জন্য গণপূর্ত বিভাগের সহযোগিতা প্রয়োজন। সেগুলো নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি তারাও কাজ করবেন বলে জানিয়েছেন। নারায়ণগঞ্জের যে উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা একসাথেই মোকাবিলা করতে পারবো বলে আশা রাখি।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯