আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | সকাল ৮:১৭

ডেঙ্গু-চিকিৎসার জন্য নারায়ণগঞ্জে ডেডিকেটেড হাসপাতালের ব্যবস্থা করুন

ডান্ডিবার্তা | ১২ অক্টোবর, ২০২৫ | ৯:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়া, বিনামূল্যে পরীক্ষা, ঔষধ, চিকিৎসা নিশ্চিত করা ও ডেঙ্গু ও চিকনগুনিয়ার চিকিৎসায় নারায়ণগঞ্জে ডেডিকেটেড হাসপাতালের ব্যবস্থা করার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে গতকাল শনিবার বিকাল ৫টায় ২নং রেল গেইটে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহŸায়ক সাইফুল ইসলাম। নেতৃবৃন্দ বলেন, গত এক দশক ধরে সারাদেশে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপ বেড়েছে। কিন্তু এবছর এর মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন মানুষ মরছে, হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে অসংখ্য মানুষ। সেদিকে অন্তর্বর্তী সরকারের কোন ভ্রুপেক্ষ নেই। চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালগুলোতে যে ধরনের আয়োজন থাকা দরকার ছিলো তা নেই। চিকিৎসার ব্যয়ভার অধিক হওয়ার কারণে অনেকে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এদিকে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে বেড়েই চলছে মৃতের সংখ্যা। মশা নিধনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বাজেট থাকলেও তা যথাযতভাবে ব্যয় হচ্ছে না। নারায়ণগঞ্জ দুটি সরকারি হাসপাতাল আছে সেখানে চিকিৎসার আয়োজন খুবই অপ্রতুল। তাই মানুষ আজকে দিশেহারা হয়ে পড়ছে। এক্ষেত্রে সিভিল সার্জন, জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তেমন কোন উদ্দ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। মাঝে মধ্যে নাসিক ফগার মেশিন দিয়ে ঔষুধ দেয় তাতে মশা মরে না অনেক সময় এই ঔষুদের মেয়াদও থাকে না। নেতৃবৃন্দ আরো বলেন, অবিলম্বে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মশা নিধনে নাসিক, সিভিল সার্জন ও জেলা প্রশানসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ডেঙ্গু পরীক্ষা, ঔষধ বিনামূল্যে দিতে হবে এবং নারায়ণগঞ্জে উন্নত চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতালের ব্যবস্থা করতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা