
ডান্ডিবার্তা রিপোর্ট
টর্চারের কথা যদি বলি, সেটা অনেক রকমের টর্চার। প্রধান চর্টার আমি বলবো মেন্টাল চর্চার। আঘাত ততটা হয়তো পাইনি। কিন্তু আমার পাশে দু’জন তুরস্কের ক্রু যারা ছিল, ওরা ইংরেজি বলে না, একজন আরেকজনের সঙ্গে ইংরেজিতে কথা বলছে। তখন মেশিনগানের ব্যারেল দিয়ে গুতা মারে। বিকট একটা আওয়াজ করে এটা করে।’ ইসরাইলি বাহিনীর হাতে আটক এবং টর্চারের পর মুক্তি পেয়ে দেশে ফিরে গতকাল শনিবার বিকাল ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। ইসরাইলি বাহিনীর হাতে আটকের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমরা যখন জাহাজ থেকে নামি, তখন আমাদের প্রত্যেককে একেবারে উপুড় করে হাত অনেক পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায়। আমাদের কারও কারও ক্ষেত্রে প্লাস্টিকের জিপ বøকের মতোন একটা জিনিস থাকে, যেটা দিয়ে হাত বাঁধে। আমার পাশে আলী নামে একজন ভদ্রলোক ছিলেন, তিনি তিউনিসিয়ান। তার ফিলিস্তিনি শার্ট পরা ছিল। তাকে শার্ট খুলতে বলা হয়। উনি রাজি হননি। বলেন, না আমি এটা খুলবো না। তখন তার ওপর চড়াও হয়। তাকে সাহায্য করতে আদনান নামে একজন যায়, তার ওপরও চড়াও হয়।’ শহিদুল আলম বলেন, ‘আমাদের হাঁটু গেড়ে বসায়, ওটা আমার জন্য অন্তত কষ্টকর ছিল। আমার এমনিতে একটু সমস্যা হয়। প্রায় দুই ঘণ্টা আমরা উপুড় হয়ে মাথা নিচু করে ওভাবে ছিলাম।’ এর আগে ইসরাইলে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফেরেন। এদিন ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উল্লেখ্য, ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবিতে গাজা অভিমুখে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম নৌযাত্রা শুরু করে। এতে বিভিন্ন দেশের সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা যোগ দিয়েছিলেন। ওই নৌযাত্রায় শহিদুল আলমও ছিলেন। এরপর গত বুধবার ইসরাইলি বাহিনীর হাতে তিনিসহ অনেকে আটক হন। পরে শহিদুল আলমসহ আটকদের ইসরাইলের কেৎজিয়েত কারাগারে নেয়া হয়।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯