আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৩:৪৮

দেশের বাইরে যাওয়ার কোন চিন্তা নেই

ডান্ডিবার্তা | ১৩ অক্টোবর, ২০২৫ | ৮:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
অন্তর্বতী সরকারের উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ প্রসঙ্গ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহŸায়ক নাহিদ ইসলামের সা¤প্রতিক এক সাক্ষাৎকার। তাঁর বক্তব্য ঘিরে উপদেষ্টাদের মধ্যে সৃষ্টি হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ কেউ নাহিদ ইসলামকে বিষয়টি স্পষ্ট করার আহŸান জানিয়েছেন। এরই মধ্যে গতকাল রবিবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমার ছেলে-মেয়ে সবাই দেশে। আমি একা “সেফ এক্সিট” নিয়ে কী করব? আমি দেশের বাইরে যাব কেন? বিদেশে কার কাছে যাব?’ ‘আপনিও কি সেফ এক্সিট চান?’ এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘কে কী চান, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি এমন কোনো কিছু চাই না যার সঙ্গে দেশের বাইরে যাওয়ার সম্পর্ক আছে।’ এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে—এমন ব্যক্তিদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। ফ্যাসিবাদের সময় গুম, হত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনাসদস্যদের সেনা হেফাজতে রেখে বিচার প্রসঙ্গে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনে যা আছে, তাই করা হবে।’ তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। সা¤প্রতিক সময়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পরিমাণ কমে এসেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা