আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ১২:২৭

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে বিধবার জমি দখলের পাঁয়তারা

ডান্ডিবার্তা | ১৩ অক্টোবর, ২০২৫ | ৯:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে আমেনা নামের এক বিধবা নারীর ৫০ শতাংশ জমি জবরদখল করার পাঁয়তারার অভিযোগ উঠেছে শাহাদুল্লা নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হামলার হুমকি প্রদান করেন তিনি। গতকাল রোববার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মুইরাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহাদুল্লা ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। বিধবা নারী আমেনা বেগম জানান, মুইরাব এলাকায় তার পিতৃ সম্পদের ওয়ারিশসহ তার বোনের সম্পদ হেবানামা দলিলে ৫০ শতাংশ জমির মালিক হন। জমি খালি থাকায় জমিটি স্থানীয় যুবদল নেতা শাহাদুল্লা বেশ কিছুদিন যাবৎ জবরদখল করার চেষ্টা চালিয়ে আসছে। ৫ আগস্টের পরে সে বেপরোয়া হয়ে উঠে। গতকাল রোববার সকালে তিনি তার লোকজন নিয়ে জমিটিতে সাইনবোর্ড টানিয়ে দেন। তিনি দখলে নিতে দেয়াল নির্মাণের চেষ্টা করেন। এ বিষয়ে জানতে গেলে শাহাদুল্লা ও তার লোকজন হামলা চালাতে এগিয়ে আসেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। হুমকির শিকার খবরের কাগজ রূপগঞ্জ প্রতিনিধি রুবেল শিকদার বলেন, বিধবা নারীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের জন্য ছবি তুললে ওই যুবদল নেতা আমাদেরকে হামলার হুমকি দিতে থাকেন। তিনি ক্ষিপ্ত ছিলেন অনেক। এমন হলে কাজ করা বিপদজনক হয়ে দাড়াবে। এ বিষয়ে অভিযুক্ত ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লা বলেন, আমি জবরদখল করতে যাইনি। এটা আমার বায়নাকৃত সম্পদ। আমি ফিরোজ ভুইয়ার কাছ থেকে ওয়ারিশের সম্পদ বায়না করে নিয়েছি। আপনারা খোঁজ নিয়ে দেখুন। জবরদখল করতে গিয়েছি কিনা। এ বিষয়ে জানতে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক আমিনুল ইসলাম প্রিন্স বলেন, এ ধরনের কোন ঘটনা আমার জানা নাই। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দু’পক্ষের কথা শুনেছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা