
ডান্ডিবার্তা রিপোর্ট
বর্ষার শেষেও নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় জেলায় রেকর্ডসংখ্যক ৩০ জন নতুন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নতুন সংক্রমণের ফলে চলতি বছরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে ১ হাজার ১৯৩ জনে আক্রান্ত হয়েছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। গতকাল রবিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন শনাক্ত হওয়া রোগীরা বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবর মাসের মাত্র বারো দিনেই মোট ২৭১ জন রোগী শনাক্ত হয়েছেন, যা ডেঙ্গু পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তবে কিছুটা স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় ১৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে চলতি বছরে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৬ জনে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখনও উদ্বেগজনক হলেও, জেলা স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর নিশ্চিত করেনি। উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় মশা নিধন ও জনসচেতনতা বাড়াতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ জনগণের প্রতি কিছু জরুরি পরামর্শ মেনে চলার আহŸান জানিয়েছে, জনগণকে অবশ্যই মশা তাড়ানোর ব্যবস্থা নিতে হবে এবং নিয়মিত মশারি ব্যবহার করতে হবে। চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি না জমে সেদিকে কঠোর নজর দিতে হবে। জমে থাকা পানি দ্রæত অপসারণ এবং মশার লার্ভা ধ্বংস করার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহŸান জানানো হয়েছে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯