আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ১২:১০

না’গঞ্জে একদিনে ৩০জন ডেঙ্গু আক্রান্ত

ডান্ডিবার্তা | ১৩ অক্টোবর, ২০২৫ | ৯:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বর্ষার শেষেও নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় জেলায় রেকর্ডসংখ্যক ৩০ জন নতুন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নতুন সংক্রমণের ফলে চলতি বছরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে ১ হাজার ১৯৩ জনে আক্রান্ত হয়েছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। গতকাল রবিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন শনাক্ত হওয়া রোগীরা বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবর মাসের মাত্র বারো দিনেই মোট ২৭১ জন রোগী শনাক্ত হয়েছেন, যা ডেঙ্গু পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তবে কিছুটা স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় ১৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে চলতি বছরে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৬ জনে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখনও উদ্বেগজনক হলেও, জেলা স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর নিশ্চিত করেনি। উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় মশা নিধন ও জনসচেতনতা বাড়াতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ জনগণের প্রতি কিছু জরুরি পরামর্শ মেনে চলার আহŸান জানিয়েছে, জনগণকে অবশ্যই মশা তাড়ানোর ব্যবস্থা নিতে হবে এবং নিয়মিত মশারি ব্যবহার করতে হবে। চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি না জমে সেদিকে কঠোর নজর দিতে হবে। জমে থাকা পানি দ্রæত অপসারণ এবং মশার লার্ভা ধ্বংস করার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহŸান জানানো হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা