আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ২:৫৮

শীতলক্ষ্যার ওপর আরও দুইটি সেতু জরুরি

ডান্ডিবার্তা | ১৪ অক্টোবর, ২০২৫ | ৫:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকার লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি লাঘব এবং এ অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে শীতলক্ষ্যা নদীর ওপর আরও দুটি নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী সদর-বন্দর আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। গতকাল সোমবার রবিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “বর্তমানে শীতলক্ষ্যার দুই পাড়ের মানুষ যেভাবে তীব্র ভোগান্তি পোহাচ্ছেন, তা নিরসনে শুধু প্রস্তাবিত কদমরসুল সেতু যথেষ্ট নয়। শহরের দুটি গুরুত্বপূর্ণ খেয়াঘাট এলাকায় আরও দুটি নতুন সেতু দ্রæত নির্মাণ করা জরুরি। তিনি আরও বলেন, “শহর ও বন্দরের সংযোগকারী তৃতীয় শীতলক্ষ্যা সেতুটি শহরের কেন্দ্র থেকে দূরে হওয়ায় লাখো মানুষের প্রত্যাশিত সুফল মিলছে না। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবিকার প্রয়োজনে খেয়াঘাট দিয়ে নদী পার হন। তাই নতুন সেতু নির্মাণের মাধ্যমে এই ভোগান্তি কমানো সম্ভব।” কদমরসুল সেতুর কাজ দ্রæত শুরু করার আহŸান জানিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই সেতুর নকশা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে দ্রæত সমাধান করতে হবে। যাতে এটি নতুন করে শহরে যানজট সৃষ্টি না করে, বরং জনস্বার্থে কার্যকর হয়।” শহর ও বন্দরের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থানে আরেকটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মইনুদ্দিন আহমাদ বলেন, “এর ফলে উভয় পাড়ের মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, ও বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ হবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাÐ গতি পাবে। তিনি আরও বলেন, “যোগাযোগের অভাবে রাতে বন্দরের অসুস্থ রোগীরা শহরের হাসপাতালে পৌঁছাতে বিলম্বে মারা যায়। বর্ষাকালে এই সমস্যা আরও তীব্র হয়। তাই সরকারের উচিত অবিলম্বে এই অঞ্চলে নতুন সেতু নির্মাণে উদ্যোগ নেওয়া। শেষে তিনি আশা প্রকাশ করেন, নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও জনবান্ধব শহরে রূপান্তর করতে হলে অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে সেতু নির্মাণকে সরকারকে অগ্রাধিকার দিতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা