
ডান্ডিবার্তা রিপোর্ট
এবার নারায়ণগঞ্জের রাজনীতিতে ‘কিং মেকার’ বলে পরিচিত জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাÐের আহŸায়ক ও বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে পাশে পেয়েছেন সদর-বন্দর আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর-বন্দর মাসুদুজ্জামানকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন তিনি। এ আসনে মাসুদুজ্জামানকে বিএনপি মনোনয়ন দিলে তাকে জিতিয়ে আনতে পারবেন বলেও মন্তব্য করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী মোহাম্মদ আলী। এমনকি মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্মের কাছে মাসুদুজ্জামানের পক্ষে ভোট প্রার্থনাও করেছেন এফবিসিসিআই’র সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী। গতকাল সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মোহাম্মদ আলী এসব কথা বলেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ। মোহাম্মদ আলী বলেন, “মাসুদুজ্জামান আমার বাজান। আমি তাকে বাজান বাজান বলেই ডাকি সবসময়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সবাই বলছেন যদি নমিনেশন দেয়; নমিনেশন দেয় মানেটা কী? আপনারা যারা সদর-বন্দরের মুক্তিযোদ্ধা ভাই আছেন, তারা চান এলাকার লোক। এলাকার লোক তো মাসুদ ছাড়া আর কেউ নাই। সে মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক, তার বাবা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক।” সদর উপজেলার তল্লা এলাকায় স্থাপিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে মাসুদুজ্জামানের অর্থায়নের কথাও তুলে ধরেন মোহাম্মদ আলী। তিনি আরও বলেন, “আপনারা যারা বন্দর ও সদরের লোকজন আছেন তাদের সবাইকে আমি অনুরাধ করবো, যদি আগামী দিনে মাসুদুজ্জামান মাসুদকে নমিনেশন দেয়, আমরা অবশ্যই এলাকার লোক হিসেবে তাকে পাস করিয়ে নিয়ে আসতে পারবো।” “বিগত দিনে আমরা এখানে কথা বলতে পারি নাই। আমাদের মুখ বন্ধ ছিল। এখানে দুই রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তাদের কারণে কথাই বলতে পারি নাই। এখানে তারেক জিয়া, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার কোনো কথাই আমারা বলতে পারি নাই। কেননা ওই ব্যক্তিত্বরা আমাদের গ্রাহ্য করতো না। আমি আপনাদের সবিনয়ভাবে অনুরোধ করবো, আপনারা যারা উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের পরিবার এবং সন্তান যারা আছেন সন্তানদেরও অনুরোধ করবো এবং আগামীদিনে যাতে মাসুদুজ্জামান মাসুদকে লক্ষ্য রেখে ভোটটা যাতে দেয়।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জসিম উদ্দিন তোতা, সদর উপজেলা ইউনিটের আহŸায়ক নূর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নূর ইসলাম সরদার, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, এবং “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের সভাপতি নূরুদ্দীন আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯