
বন্দর প্রতিনিধি বন্দরে সমাজ সেবক ও দলিল লিখক হাজী মোহাম্মদ খোকনসহ ৪ জনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় নবীগঞ্জ ইসলামবাগ ও নাসিক ২৪নং ওয়ার্ডসহ বন্দরের সর্বস্তরের জনগন উদ্যোগে বন্দর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ এলাকার সমাজ সেবক রমজান হোসেনের সভাপতিত্বে মাববন্ধনে বক্তব্য রাখেন, আমিরাবাদ এলাকার সমাজ সেবক ও ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন, সমাজ সেবক সাত্তার, নবীগঞ্জ এলাকার ছাত্রলীগ নেতা গোলাম হোসেন, আব্দুর রশিদ, মামুন, সালাউদ্দিন, নাজির, কুলসুম বেগম ও নারগিস বেগম প্রমুখ। মানবন্ধনে বক্তরা বলেন, আমরা বন্দরে শান্তি প্রিয় এলাকাবাসী। আমরা কোন হানাহানি চাই না। কিন্তু এক শ্রেণীর লোক বন্দরকে অশান্ত করে সন্ত্রাসী কর্মকান্ড রাম রাজত্ব কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা অনতিবিলম্বে সমাজ সেবক হাজী খোকন ভেন্ডারের উপর সন্ত্রাসী হামলাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি। সে সাথে প্রশাসেন কাছে বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি গ্রেপ্তারকৃত হামলাকারি সন্ত্রাসী রাজীব ও সানীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বাকি সন্ত্রাসীদের চিহিৃত করে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। উল্লেখ্য, গত ২৬ জুলাই বিকেল ৫টায় বন্দর ফায়ার সার্ভেসের সামনে শহরের খানপুর এলাকার সন্ত্রাসী আক্তার নুরের নেতৃত্বে ও গ্রেপ্তারকৃত চিহিৃত সন্ত্রাসী রাজু আহাম্মেদ ওরফে রাজীব ও সানীসহ অজ্ঞাত ২০/৩০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সমাজ সেবক দলিল লিখক হাজী মোহাম্মদ খোকনকে হত্যার উদ্দেশ্যে অর্তকিত হামলা চালায়। ওই সময় হামলাকারিদের কবল থেকে হাজী খোকনকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রঘাতে তার সহকর্মী দলিল লিখক ডি.এম মাসুম ও আব্দুর রশিদ এবং সোহান নামে এক যুবক মারাত্মক ভাবে আহত হয়।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯