
ডান্ডিবার্তা রিপোর্ট‘নারায়ণগঞ্জের মাফিয়া চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করে রেখেছে’ মন্তব্য করে যাত্রী অধিকার সংরক্ষনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, এই মাফিয়া চক্র হাজার কোটি টাকার পাহাড় গড়ে তুলেছে। এতো সম্পদ বানানোর পরও এখনো তারা লোভটা সামলাতে পারেন না। পরিবহনের চাঁদার কারণে নারায়ণগঞ্জের পরিবহণ মালিকদের সিন্ডিকেট তৈরি করে তারা যাত্রীদের জিম্মি করে রেখেছে যুগের পর যুগ ধরে। গতকাল শনিবার বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা-নারায়ণগঞ্জ রূটে বর্ধিত ভাড়া ও জ্বালানী তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম এ সমাবেশের আয়োজন করে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সদস্যসচিব ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বিপ¬বী ওয়ার্কার্স পার্টির শহীদুল আলম নান্নু, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ সাহাসহ প্রমুখ। ‘নারায়ণগঞ্জে পরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে পারলে ভাড়া আরও কমবে’ উল্লেখ করে তিনি বলেন, ২০১১ সালে পরিবহন মালিকেরা র্যাবকে লিখিত দিয়ে শামীম ওসমান, নাসিম ওসমানকে কত টাকা চাঁদা দেয় সেই কথা জানিয়েছিল। সুযোগ পেলেই নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করে লুটপাট করার প্রক্রিয়া আজকের না দীর্ঘদিনের। এক্ষেত্রে প্রশাসন ও সরকার নিরব ভূমিকা পালন করে। রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জের বাস মালিকরা জানান, চাদা থেকে তারা মুক্তি পেলে ভাড়া ৪০ টাকার কম নিলেও তাদের লাভ থাকবে। চাদাবাজরা নারায়ণগঞ্জে শুধু যাত্রী নয় বাসমালিকদেরকেও জিম্মি করে রেখেছে। তিনি আরটিসি’র চেয়ারম্যান হিসেবে জেলা প্রশাসককে দ্রুত নারায়ণগঞ্জ জেলার সকল রুটের ভাড়া যৌক্তিক ভাবে নির্ধারণের আহ্বান জানান। তিনি বলেন, বিআরটিসি সরকারী সেবা মূলক প্রতিষ্ঠান হওয়ার পরেও স্থানীয় পরিবহন সিন্ডিকেটের সাথে আতাত করে তারা ভাড়া নির্ধারণ করে। তিনি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি বাসের ভাড়া ৪৫ টাকা করার দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে সে সময়ে দেশে এর দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি করে সরকার কার্যত জনগণের বিপক্ষে অব¯’ান নিয়েছে। বিপিসি যেখানে জ্বালানি তেলে সাত বছরে ৪৮ হাজার কোটি টাকা মুনাফা করেছে সেখানে চার মাসে ৮ হাজার কোটি টাকা লোকসান দেয়ার অজুহাতে মূল্য বৃদ্ধি অন্যায় ও গণবিরোধি। বক্তব্য শেষে যাত্রী অধিকার সংরক্ষনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের চাষাড়া থেকে শুরু হয়ে দুই নাম্বার রেলগেইট ক্রস করে পুনরায় চাষাড়া এস সমাবেশটি সম্পন্ন করেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯