
ডান্ডিবার্তা রিপোর্ট‘নারায়ণগঞ্জের মাফিয়া চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করে রেখেছে’ মন্তব্য করে যাত্রী অধিকার সংরক্ষনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, এই মাফিয়া চক্র হাজার কোটি টাকার পাহাড় গড়ে তুলেছে। এতো সম্পদ বানানোর পরও এখনো তারা লোভটা সামলাতে পারেন না। পরিবহনের চাঁদার কারণে নারায়ণগঞ্জের পরিবহণ মালিকদের সিন্ডিকেট তৈরি করে তারা যাত্রীদের জিম্মি করে রেখেছে যুগের পর যুগ ধরে। গতকাল শনিবার বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা-নারায়ণগঞ্জ রূটে বর্ধিত ভাড়া ও জ্বালানী তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম এ সমাবেশের আয়োজন করে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সদস্যসচিব ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বিপ¬বী ওয়ার্কার্স পার্টির শহীদুল আলম নান্নু, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ সাহাসহ প্রমুখ। ‘নারায়ণগঞ্জে পরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে পারলে ভাড়া আরও কমবে’ উল্লেখ করে তিনি বলেন, ২০১১ সালে পরিবহন মালিকেরা র্যাবকে লিখিত দিয়ে শামীম ওসমান, নাসিম ওসমানকে কত টাকা চাঁদা দেয় সেই কথা জানিয়েছিল। সুযোগ পেলেই নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করে লুটপাট করার প্রক্রিয়া আজকের না দীর্ঘদিনের। এক্ষেত্রে প্রশাসন ও সরকার নিরব ভূমিকা পালন করে। রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জের বাস মালিকরা জানান, চাদা থেকে তারা মুক্তি পেলে ভাড়া ৪০ টাকার কম নিলেও তাদের লাভ থাকবে। চাদাবাজরা নারায়ণগঞ্জে শুধু যাত্রী নয় বাসমালিকদেরকেও জিম্মি করে রেখেছে। তিনি আরটিসি’র চেয়ারম্যান হিসেবে জেলা প্রশাসককে দ্রুত নারায়ণগঞ্জ জেলার সকল রুটের ভাড়া যৌক্তিক ভাবে নির্ধারণের আহ্বান জানান। তিনি বলেন, বিআরটিসি সরকারী সেবা মূলক প্রতিষ্ঠান হওয়ার পরেও স্থানীয় পরিবহন সিন্ডিকেটের সাথে আতাত করে তারা ভাড়া নির্ধারণ করে। তিনি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি বাসের ভাড়া ৪৫ টাকা করার দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে সে সময়ে দেশে এর দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি করে সরকার কার্যত জনগণের বিপক্ষে অব¯’ান নিয়েছে। বিপিসি যেখানে জ্বালানি তেলে সাত বছরে ৪৮ হাজার কোটি টাকা মুনাফা করেছে সেখানে চার মাসে ৮ হাজার কোটি টাকা লোকসান দেয়ার অজুহাতে মূল্য বৃদ্ধি অন্যায় ও গণবিরোধি। বক্তব্য শেষে যাত্রী অধিকার সংরক্ষনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের চাষাড়া থেকে শুরু হয়ে দুই নাম্বার রেলগেইট ক্রস করে পুনরায় চাষাড়া এস সমাবেশটি সম্পন্ন করেন।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯