আজ সোমবার | ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৭ আশ্বিন ১৪৩২ | ২৯ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৮:৩০

ধামগড়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

ডান্ডিবার্তা | ১৫ আগস্ট, ২০২২ | ২:২৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরে ধামগড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জন কে কুপিয়ে জখম করেছে সফুরউদ্দিন ওরফে সপ্পা মেম্বারের সন্ত্রাসী বাহিনী। গত শুক্রবার সন্ধ্যায় বন্দর উপজেলার ধামগড়ে কামতাল সাকিনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাওলাদ হোসেন বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  অভিযুক্তরা হলেন, সফুরউদ্দিন ওরফে সপ্পা মেম্বারের সন্ত্রাসী বাহিনীর চিহ্নিত সদস্য ধামগড় ইউনিয়নের মালিভিটা এলাকার মৃত রমু সরদারের ছেলে শহিদুল্লাহ, মৃত রফু মিয়ার ছেলে শফিকুল ইসলাম, নুরুল ইসলাম মিয়ার ছেলে সিরাজুল ইসলাম, সোহরাফ মিয়ার ছেলে রাজু, জাহাঙ্গীর হোসেনের ছেলে ইয়াছিন, আমির হোসেন, আক্তার হোসেনের ছেলে খায়রুল। আহতরা হলেন-কামতাল এলাকার তাওলাদ হোসেন ও তার স্ত্রী আরজুদা বেগম, ছেলে আলমগীর, বড় ভাই নবীর হোসেন ও আবুল হোসেন, ছোট ভাই জাকির হোসেন ও নাতি আবু সিদ্দিক। এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ভুক্তভোগী পরিবাররা জানান, মালিভিটা ঈদগাহ মাঠে ফুটবল খেলায় অংশ গ্রহণকারী দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সফুরউদ্দিন ওরফে সপ্পা মেম্বারের সন্ত্রাসী বাহিনী তাদের পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। ওই সময় হামলাকারিরা তাদের কাছ থেকে নগদ উনচল্লিশ হাজার টাকা ও ১ ভরি ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এ বিষয়ে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা