আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | দুপুর ১:০৮

পনের আগস্ট ইতিহাসের সবচেয়ে জঘন্যতম দিন: মন্ত্রী গাজী

ডান্ডিবার্তা | ১৫ আগস্ট, ২০২২ | ২:৩৫ অপরাহ্ণ

রূপগঞ্জ প্রতিনিধি    বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ১৫ আগষ্ট ইতিহাসের সবচেয়ে বর্বর, জঘন্যতম ও নৃশংসতম হত্যাকান্ডের দিন। ১৯৭৫ সালের এই দিনে বাঙ্গালি জাতি নেতৃত্ব ও অভিভাবকহীন হয়ে পড়ে। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই ১৯৭১ সালে এদেশ স্বাধীন হয়েছিল। গতকাল রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি একথা বলেন। দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ছোট ভাগলা জামে মসজিদ মাঠে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ¦ মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলহাজ্ব লায়ন শাহীন মালুম, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন প্রমুখ। পরে বিশেষ মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা