
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘বঙ্গবন্ধু কে, কেন আমরা জাতীয় শোক দিবস পালন করি তা সকলেই জানেন। নতুন করে কিছু বলার নাই। তবে এটা বলতে চাই যে, আমরা জাতি হিসেবে অকৃতজ্ঞ। যে মানুষটি সারাটা জীবন ব্যয় করলেন বাঙালিদের জন্য, জেল খাটলেন, জীবনের শখ-আহ্লাদ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য। বাঙালির মুক্তির জন্য তিনি লড়েছেন। তাকেই কিছু কুলাঙ্গার হত্যা করেছে। শুধু তাকেই নয়, তার পরিবারের অন্য সদস্যদেরও হত্যা করে।’ গতকাল সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘প্রতিবছরই এই শোক দিবস আমাদের অকৃতজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। কীভাবে আমরা আমাদের পিতাকে হত্যা করেছি, সেই কথা মনে করিয়ে দেয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মর্মান্তিক, জঘন্য হত্যাকান্ড চালিয়েছিল। ঢাকার মেয়র তাপসের মা অন্তঃসত্ত্বা ছিল, তাকে পেটের বাচ্চাসহ হত্যা করা হয়েছে। ছোট রাসেল কতবার তার মার কাছে যেতে চেয়েছে, তাকেও হত্যা করা হয়েছে। কী মর্মান্তিক ঘটনা ওই রাতে ঘটনা ঘটিয়েছে! সবকিছুকে সহ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বাংলা ফিরে এসে দেশকে নেতৃত্ব দিচ্ছেন।’ আইভী বলেন, ‘১৯৮১ সালে উনি যখন ফিরে আসেন তখন তাকে বাড়িতে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। বাবা-মার কবরে শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি। ৩২ নম্বরে তালা দিয়ে রাখা হয়েছিল। আজকে অনেকে অনেক কিছু বলে, সঠিক ইতিহাস আমাদের জানতে হবে।’ সিটি মেয়র বলেন, ‘বঙ্গবন্ধু না হলে এইদেশ স্বাধীন হতো না। তাকেই আমরা হত্যা করেছি। আমাদের কৃতজ্ঞতাবোধ থাকলে শেখ মুজিব ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। বঙ্গবন্ধু সকলের, তিনি শুধু আওয়ামী লীগের না। বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ কুক্ষীগত করতে পারবে না। যেমনটা জয় বাংলা স্লোগানকে পারেনি। এইটা আমাদের জাতীয় স্লোগান। যতদিন এই বাংলা থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে। বাংলাকে পাকিস্তান বানাবো যাবে না। যারা এইটা করতে চেষ্টা করবে তারাও ধ্বংস হবে।’ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯