আজ রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২ | ১ সফর ১৪৪৭ | সকাল ৬:৫৮
শিরোনাম:
একই আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা বিএনপির    ♦     ক্লিন ইমেজধারীরা ধানের শীষ পাচ্ছেন    ♦     মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতদের স্মরণে মহিলা পরিষদের মৌন মিছিল    ♦     শ্রমিকলীগ ক্যাডার ডাকাত জাকির বিএনপি নেতাদের আশ্রয়ে    ♦     ভারতে মঞ্জুনাথের মন্দিরে গণকবরের অভিযোগে রাজ্য জোড়ে তোলপাড়    ♦     এস আইয়ের বিরুদ্ধে ঘুষ বানিজ্যর অভিযোগ    ♦     মাকসুদ মুছাপুরে ৩২টা বাড়িতে আগুন দেয়ার এত সাহস কোথায় পায়    ♦     বন্দরে বিএনপি’র সদস্যপদ নবায়ণ কার্যক্রমে নজরুলের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান    ♦     রাজনৈতিক সংকটের জন্য খায়রুল হক দায়ী    ♦     গণসংহতি’র উদ্যোগে ৫৪ শহীদের নামে বৃক্ষরোপণ    ♦    

আমরা জাতি হিসাবে অকৃতজ্ঞ: আইভী

ডান্ডিবার্তা | ১৬ আগস্ট, ২০২২ | ১০:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘বঙ্গবন্ধু কে, কেন আমরা জাতীয় শোক দিবস পালন করি তা সকলেই জানেন। নতুন করে কিছু বলার নাই। তবে এটা বলতে চাই যে, আমরা জাতি হিসেবে অকৃতজ্ঞ। যে মানুষটি সারাটা জীবন ব্যয় করলেন বাঙালিদের জন্য, জেল খাটলেন, জীবনের শখ-আহ্লাদ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য। বাঙালির মুক্তির জন্য তিনি লড়েছেন। তাকেই কিছু কুলাঙ্গার হত্যা করেছে। শুধু তাকেই নয়, তার পরিবারের অন্য সদস্যদেরও হত্যা করে।’ গতকাল সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘প্রতিবছরই এই শোক দিবস আমাদের অকৃতজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। কীভাবে আমরা আমাদের পিতাকে হত্যা করেছি, সেই কথা মনে করিয়ে দেয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মর্মান্তিক, জঘন্য হত্যাকান্ড চালিয়েছিল। ঢাকার মেয়র তাপসের মা অন্তঃসত্ত্বা ছিল, তাকে পেটের বাচ্চাসহ হত্যা করা হয়েছে। ছোট রাসেল কতবার তার মার কাছে যেতে চেয়েছে, তাকেও হত্যা করা হয়েছে। কী মর্মান্তিক ঘটনা ওই রাতে ঘটনা ঘটিয়েছে! সবকিছুকে সহ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বাংলা ফিরে এসে দেশকে নেতৃত্ব দিচ্ছেন।’ আইভী বলেন, ‘১৯৮১ সালে উনি যখন ফিরে আসেন তখন তাকে বাড়িতে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। বাবা-মার কবরে শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি। ৩২ নম্বরে তালা দিয়ে রাখা হয়েছিল। আজকে অনেকে অনেক কিছু বলে, সঠিক ইতিহাস আমাদের জানতে হবে।’ সিটি মেয়র বলেন, ‘বঙ্গবন্ধু না হলে এইদেশ স্বাধীন হতো না। তাকেই আমরা হত্যা করেছি। আমাদের কৃতজ্ঞতাবোধ থাকলে শেখ মুজিব ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। বঙ্গবন্ধু সকলের, তিনি শুধু আওয়ামী লীগের না। বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ কুক্ষীগত করতে পারবে না। যেমনটা জয় বাংলা স্লোগানকে পারেনি। এইটা আমাদের জাতীয় স্লোগান। যতদিন এই বাংলা থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে। বাংলাকে পাকিস্তান বানাবো যাবে না। যারা এইটা করতে চেষ্টা করবে তারাও ধ্বংস হবে।’ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা