আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | দুপুর ২:৫১

প্রস্তুত থাকেন খেলা হবে

ডান্ডিবার্তা | ১৬ আগস্ট, ২০২২ | ১০:৪২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, একটি পক্ষ দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করতে মাঠে নেমেছে। দলমত নির্বিশেষে দুই-তিনদির পর মাঠে নামবো। একাও নামতে পারি আবার কাউকেই সাথে নিয়েও নামতে পারি। আমার খারাপ মানুষের দরকার নাই। গতকাল সোমবার জাতির জনকের ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সৃষ্টি। সকল আন্দোলন এ নারায়ণগঞ্জ থেকে শুরু হয়েছিলো। যারা ষড়যন্ত্র শুররু করেছে বিসমিল্লাহ বলে নারায়ণগঞ্জ থেকে শুরু হবে। খেলা হবে একটা, ইনশাআল্লাহ সে খেলায় জিতবো আমরা। বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, রাজপথে তারা আমার নেত্রীকে নিয়ে অনেক বাজে কথা বলছে। সারা বাংলাদেশ লাগবে না আপনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ইনশাল্লাহ। ৬১ বছরের শামীম ওসমান এখন ১৬ বছরের তাজা এক যুবক। আপনারা খেলতে চান, আমরা অব্যশই খেলবো। জনগনকে নিয়ে সকল কিছুর জবাব দেওয়া হবে। এবার আমরা জাতির কন্যার কথা শুনবো না। প্রস্তুত থাকেন এবার খেলা হবে ইনশাল্লাহ। শোকসভায় শামীম ওসমানের সাথে ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এদিন শামীম ওসমান নারায়ণঘঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বেশ কয়েকটি স্পটে আয়োজিত কাঙ্গালি ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা