আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | ভোর ৫:২৮

অচিরেই রাজপথে নামছেন আ’লীগ

ডান্ডিবার্তা | ১৬ আগস্ট, ২০২২ | ১০:৫৬ পূর্বাহ্ণ

আবদুর রহিম

অচিরেই রাজপথে নামছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।  বিরোধী দলের সরকার বিরোধী আন্দোলন এবং দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতেই এ দলটি রাজপথে নামবেন এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আওয়ামী লীগের প্রভাবশালী সাংসদ শামীম ওসমানসহ দলের অন্যান্য শীর্ষ নেতারাও রাজপথে নামার ইঙ্গিত দিয়েছেন। নেতারা শোকের মাসকে শক্তিতে পরিনত করে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে প্রস্তুতি নিয়েছেন। আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের  ব্যানারে রাজপথে সক্রিয় থাকার পরিকল্পনা রয়েছে নেতাকর্মীদের। চলতি মাসেই সাংসদ শামীম ওসমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন পৃথকভাবে কর্মসূচি দিয়ে রাজপথে নামবেন। ফলে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের জন্য নারায়ণগঞ্জে সরকার বিরোধী আন্দোলন কঠিন হয়ে যাবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। তথ্যমতে, সরকার বিরোধী আন্দোলনের নামে কেউ যেন নাশকতা করতে না পারে সেদিক বিবেচনায় রেখে কাজ শুরু করেছে আওয়ামী লীগ। দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীদের দখলে রয়েছে নারায়ণগঞ্জের রাজপথ। কয়েক মাস আগেও গলি পথে বিএনপির আন্দোলন সীমাবদ্ধ থাকলেও সম্প্রতি সময়ে গলিপথ ছেড়ে রাজপথে এসে দলের নানা কর্মকান্ড করে যাচ্ছেন। এসব কর্মকান্ডে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন প্রায় সময়। বিএনপি সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি জাতীয় সংসদের নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতিও চালাচ্ছেন সমানতালে। আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ, বিএনপি সরকার বিরোধী আন্দোলনের নামে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে আওয়ামী লীগের কোম আপত্তি না থাকলেও ধংসাত্ব আন্দোলন এবং দেশ বিরোধী ষড়যন্ত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নিবে না। বিরোধী দলের দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামবেন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, আগামী দিনগুলোতে বিরোধী দলকে আর ছাড় দেয়া হবে না। রাজপথেই তাঁদের প্রতিহত করা হবে। এদিকে,  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে সাংসদ শামীম ওসমান সবাইকে সর্তক থাকার আহবান জানিয়ে বলেছেন, দেশ নিয়ে গভীর যড়যন্ত্র হচ্ছে, সবাইকে সর্তক থাকতে হবে। দেশে কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা হলে প্রতিরোধ নারায়ণগঞ্জ থেকে শুরু হবে, খেলা হবে। সে খেলায় আমরা জিতব ইনশাআল্লাহ। আমরাই খেলব। কারণ শয়তান শয়তানি করতে পারে কিন্তু আল্লাহর সঙ্গে পারে না। আল্লাহর রহমত আছে শেখ হাসিনার ওপর। তিনি চলতি মাসের ২৭ তারিখ রাজপথে নামার ঘোষণা দিয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা