আজ শুক্রবার | ৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ৮ মহর্‌রম ১৪৪৭ | রাত ১০:৫৫
শিরোনাম:
জুলাইয়ে ছাত্র-জনতার উপর শামীম ওসমান বাহিনীর গুলির দৃশ্য আন্তর্জাতিক মিডিয়ায়    ♦     হাইব্রিডরা বিএনপির জন্য কাল!    ♦     স্ত্রীর দেয়া কিডনিতে প্রাণে বেঁচে পরকীয়ায় জড়ালেন স্বামী    ♦     পদত্যাগ করেছেন মম    ♦     নির্বাচনী রাজনীতি কোন দিকে গড়াচ্ছে?    ♦     ভাল লোকেরা দেশ ছেড়ে পালায় না: গিয়াস উদ্দিন    ♦     জুলাই আন্দোলনে শহীদের মাগফেরাত আহতদের সুস্থতা কামনায় দোয়া    ♦     সদর ইউএনও’র বিরুদ্ধে ৫ লাখ টাকা দাবীর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন    ♦     ফতুল্লা পোস্ট অফিস টু শিবু মার্কেট রোডের বেহাল দশা!    ♦     অপহরণকারী চক্রের দুই নারীসহ ৪জন গ্রেপ্তার    ♦    

দ্রব্যমূল্যের বাজারের আগুন

ডান্ডিবার্তা | ২০ আগস্ট, ২০২২ | ৯:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের জামতলায় বসবাস করা রহমত আলী পেশায় বেসরকারি চাকরিজীবী। স্ত্রী ও এক ছেলে নিয়ে তিনজনের সংসার তার। বেতন সব মিলিয়ে ৩০ হাজার টাকা। এর মধ্যে দুই রুমের বাসাভাড়া দিতে হয় ১০ হাজার টাকা। বিদুৎ, গ্যাস, ইন্টারনেট বিলসহ আরো প্রায় পাঁচ হাজার টাকা চলে যায়। বাকি টাকা দিয়ে এক মাসের খাদ্য, ছেলের পড়াশোনা, টিউশন খরচ, যানবাহন ভাড়া, সাংসারিক অন্যান্য খরচ এবং নিয়মিত হাতখরচ মেটাতে মাস শেষে ধারদেনা করে চলতে হয় রহমত আলীর। রহমত আলী বলেন, ‘আমি চাকরি করে নিয়মিত বেতন পাই। কিন্তু প্রতিটি পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে সংসার চালাতে মহাবিপদে আছি। বাজারে গেলে সব কিছুর এত দাম। সবজির বাজার, মাছ বাজার, মশলার বাজারসহ সব ধরনের নিত্যপণ্যের দাম প্রতিদিন বেড়েই চলছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। যেমন ডিম কিনেছি গত দুই দিন আগে ৪৫ টাকা হালি। তবে আজকে ডিমের হালি ৫৫ টাকা।’ রহমত আলী বলেন, টঙের দোকানে রঙ চা খেয়েছি পাঁচ টাকায়। সেই চায়ের দোকান থেকে আজ সাত টাকা দিয়ে খেতে হয়েছে। কাঁচামরিচ শুক্রবার ছিল ২৫০ টাকা কেজি, আজকে ৩০০ টাকা। এরকম চলতে থাকলে না খেয়ে থাকতে হবে মানুষের। আমি ৩০ হাজার টাকা বেতন পেয়েও হিমশিম খাচ্ছি। যারা দিন আনে দিন খায় তাদের কী হবে। ভাবলেই কষ্ট লাগে। নগরীর দিগুবাবুর বাজার এলাকার রিকশাচালক রহমান মিয়া বলেন, আমি প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় করি। স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে চার হাজার টাকায় চাঁদমারি এলাকার একটা ভাড়া বাসায় থাকি। যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে দেশের অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। রহমান মিয়া বলেন, ঘুম থেকে উঠে রিকশা নিয়ে বের হতেই মানুষের মুখে মুখে একটাই কথা সবকিছুর দাম আরো বাড়বে। এমনিতেই এত বেশি বাজার দর, এর মধ্যে আরো বাড়লে আমরা বাঁচবো কী করে!রহমান মিয়া বলেন, ‘এই শহরে আমার মতো হাজার হাজার মানুষ দিন আনে দিন খায়। আমরা এমনেই পথে নেমে গেছি। সংসার চালাতে গিয়ে প্রায় সময় না খেয়ে থাকতে হয়। এর মধ্যে যদি সবজি, মাছসহ নিত্যপণ্যের দাম আরো বাড়ে আমরা চলবো কীভাবে!’ হাজীগঞ্জ এলাকার মুদির দোকানদার জয়নাল হোসেন বলেন, ‘আমার মতো সব ব্যবসায়ী খুব চিন্তিত। সরকার বলছে দেশে খাদ্যের কোনো সংকট নেই। তো খাদ্যের সংকট না থাকলে দেশজুড়ে প্রতিটি পণ্যের মূল্যবৃদ্ধি কেন হচ্ছে। মানুষকে তো আগে খাবারের সুযোগ করে দিতে হবে। ডাল-ভাতের জন্যই হিমশিম খেতে হলে দেশের মানুষ বাঁচবে কেমনে!’ জয়নাল হোসেন বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে দেশে আরো বড় আন্দোলন তৈরি হবে। খাদ্যের জন্য মানুষ হাহাকার করছে। তখন মারামারি করবে।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা