
ডান্ডিবার্তা রিপোর্ট সংঘাতের দিকে এগোচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি। আর এনিয়ে বিপাকে শীর্ষ নেতারা। রাজনীতি হলো জনগণের কল্যাণে কাজ করা। আর এখন হয়েছে ক্ষমতা বা প্রভাব বিস্তারের চেষ্টা করাই যেন রাজনীতির মূলমন্ত্র হয়ে দাঁড়াচ্ছে। যারাই ক্ষমতায় যায় তারাই প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ঘায়েল করতে হামলা-মামলাসহ বিভিন্ন ভাবে হয়রানির চেষ্টা করেই যাচ্ছে। বর্তমানে রাজনীতিতে হুমকি ধমকিসহ নানা ধরণের অভিযোগের পাল্লা দিন দিন ভারি হচ্ছে। প্রবীণ এক নেতা বলেন, আগে আমরা রাজনীতি করেছি জনগণের স্বার্থে আর এখন হচ্ছে স্বার্থ হাসিলের জন্য। এখনকার রাজনীতি যেন ব্যবসায় পরিনত হয়েছে। যারাই পদ পদবী দখল করতে পারবে তারাই বিভিন্ন সেক্টর দখল করতে পারবে। আর এ জন্য পদ বাগাতে খরচও করে লাখ লাখ টাকা। যখন পদ হাসিল হয় তখনই পদ বিক্রি করে চলে ব্যবসা। শুরু হয় বিভিন্ন সেক্টর দখল। বর্তমানে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যেখানেই তাকাই সেখানেই ক্ষমতাসীনদের প্রভাব বা দখল। এ হলো বর্তমানের রাজনীতির ফলাফল। গত শুক্রবার রূপগঞ্জে কথা কাটাকাটিকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। ঘটনার পরপরেই পুলিশ ছাত্রদল ও বিএনপির ৪ নেতাকে গ্রেপ্তার করে। ছাত্রদল নেতাদের অভিযোগ, দলীয় বৈঠকের প্রস্তুতি নেয়ার সময় অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যদিকে ছাত্রলীগ নেতাদের দাবি, কথা কাটাকাটির জের ধরেই ছাত্রদলের সাথে মারামারি শুরু হয়। এই ঘটনায় দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন মোল্লা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ ও ৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। এদিকে বিএনপি জামায়াতকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, আপনারা আমাদের সাথে খেলতে চান আমরাও প্রস্তুত। সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আমরা খেলবো। সমস্ত অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে খেলবো। শয়তানও খেলে কিন্তু আল্লাহর সাথে পারে না। যে কোনো ধরনের খেলা খেলতে চান আমরা সেই খেলাই খেলবো এবং আমরা জিতবো। শামীম ওসমান আরও বলেন, ৭৫ এর পরে এর চেয়ে বড় ষড়যন্ত্র হয় নাই। এখন যা চলছে এদেশ ধ্বংস করে দেয়ার জন্য। শেখ হাসিনার জন্য না দেশকে বাঁচানোর জন্য মাঠে নামতে হবে। আমাদের আগামী দিনের বাচ্চাদের জন্য মাঠে নামতে হবে। ২০২৪ সালের জানুয়ারিতে যে নির্বাচনে হবে সেই নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। এর আগে কিছু আঘাত আসবে, ষড়যন্ত্র হচ্ছে সেটা মোকাবেলা করতে হবে। এছাড়া অক্টোবর মাস থেকে নিয়মিত মাঠে থাকার পরিকল্পনা নিয়ে রাজপথে কর্মসূচি সাজাচ্ছে বিএনপি। এদিকে একইভাবে নির্বাচনকে কেন্দ্র করে খালি মাঠে যেন বিএনপি গোল দিতে না পারে সেজন্য মাঠ দখলে আওয়ামী লীগও হাতে নিচ্ছে নানা কর্মসূচি। দুই দলের শীর্ষ পর্যায়ের নেতারা তা স্বীকার করেছেন। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি জানান, আমরা তো আন্দোলনে আছি রাজপথেই আছি। আমাদের তো নতুন করে নামার কিছু নেই। আমারা সকল দাবি আদায় করেই ঘরে ফিরবো। তিনি বলেন, আমাদের ধারাবাহিক কর্মসূচি চলছে। অক্টোবর থেকে আমরা আরো কঠোর কর্মসূচি আনবো যদি এর মধ্যে আমাদের দাবি আদায় না হয়। আমাদের দলের কেন্দ্র থেকে এসব কর্মসূচি ঘোষিত হবে আমরা বাস্তবায়ন করবো। আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষ আমাদের সাথে সম্পৃক্ত আছে এবং তারা কর্মসূচি পালনে বদ্ধপরিকর। এদিকে আওয়ামী লীগের জেলা ও মহানগরের শীর্ষ নেতারা এ নিয়ে মন্তব্য করতে না চাইলেও দলের একাধিক সূত্র জানায়, কেন্দ্র থেকে অক্টোবর থেকে মাঠের কর্মসূচি নিয়ে রাজপথে থাকার ব্যাপারে নেতাদের বার্তা দেয়া হচ্ছে। এ ছাড়া নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সব সময় রাজপথে থাকে তাই রাজপথ সবার আগে দখলে নিতে অক্টোবর থেকেই মাঠে থাকবে দলটি। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, শুধু জেলা ও মহানগর নয় প্রতিটি সংসদীয় এলাকায় সংসদ সদস্যদের তত্ত্বাবধায়নে আমাদের নেতাকর্মীরা অক্টোবর থেকে রাজপথে থাকবে। আমরা অক্টোবর থেকে নির্বাচন পর্যন্ত নানা কর্মসূচিতে রাজপথে অবস্থান করবো। যদি রাজপথে দু’গ্রুপ মুখমুখি হয় তবে সংঘাত বা সংঘর্ষ হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক বিশ্লেষক মহল। তখন হয়তো গণতন্ত্র চর্চার চেয়ে সংঘাতের চর্চাই বেশী হবে। আর এ ধরনের সংঘাত হলে ক্ষতিগ্রস্থ বেশী হবে বিরোধী দলের নেতাকর্মীরাই বেশী। কারণ তখন ক্ষমতাসীনরা পাবে পুলিশী নিরাপত্তা আর বিরোধীদের দেয়া হবে মামলা। তাই রাজনৈতিক বোদ্ধা মহল বলেন, সংঘাত ভাল চর্চা নয়। সহশীল রাজনীতিই জনকল্যাণে জন্য সহায়ক।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯