আজ রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ১৭ মহর্‌রম ১৪৪৭ | রাত ১:৫৮

শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে স্বাস্থ্য সচিব

ডান্ডিবার্তা | ২৩ আগস্ট, ২০২২ | ১০:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম এর অংশ হিসাবে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের চোখ পরীক্ষা, ওজন মাপা এবং উচ্চতা নির্ণয় করা হয়। গতকাল সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারদের কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার। আরো উপস্থিত ছিলেন- ডাঃ ফরিদ উদ্দিন মিয়া, পরিচালক (স্বাস্থ্য), ঢাকা বিভাগ, জেলা প্রশাসক, মো. মঞ্জুরুল হাফিজ, জেলা সিভিল সার্জন ডাঃ আ.ফ.ম মুশিউর রহমান, উপপরিচালক,  সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর ডা. মো. সফিকুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস প্রমূখ। পরে জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়া, নারায়ণগঞ্জ পরিদর্শন করেন এবং ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং স্বাস্থ্য বিভাগের সেবা প্রদানে আরো মনযোগী হওয়ার নির্দেশ প্রদান করেন। প্রতি বছর ২ বার এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে এ কার্যক্রম গত ২০ আগষ্ট ২০২২ হতে শুরু হয়ে চলবে আগামী ২৬ আগষ্ট ২০২২ পর্যন্ত।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা