আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | দুপুর ১২:৫৫

সেক্রেটারীর হয়ে কিছু করতে পারি নাই

ডান্ডিবার্তা | ১৪ জানুয়ারি, ২০২৩ | ১০:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেছেন, ২০১৩ সালে মহানগরের সেক্রেটারীর দায়িত্ব নিয়েছি, কিছু করতে পারি নাই। আমরা কি করতে পেরেছি, তা আজ এখানে প্রমাণিত। দল সুংগঠিত করতে রাত দিন একত্রে কাজ করেছি। সভাপতি ও আমি সেক্রেটারী ১৭টি ওয়ার্ড সম্মেলন করবো, বাকিগুলো এমপি শামীম ওসমান সমন্বয়ে করা হবে। সবাইকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা যাবে না। পদ যখন একটি নেতা নির্বাচিত হবে একজনই। ২০ বছর যাবৎ বন্দরে সম্মেলন হয়নি, অনেকে প্রত্যাশী, এটা স্বাভাবিক। দায়িত্ব নেয়ার পর যাদের ছাত্রলীগ হতে দেখিছি, তাঁরা আজ আওয়ামী লীগের নেতা হতে চায়। ত্যাগী নেতাদেরকেই ওয়ার্ড কমিটিতে মূল্যায়িত করা হবে। নেত্রীর বিশ্বাস আমরা সর্বদা পালন করবো। আমাদের কোন ওয়ারিশ আওয়ামী লীগের আসবে না। দুর্দিন-সুদিনেও আমাদের কেউ আসবে না। শেখ হাসিনা সরকার আমাদের লাগবে, সরকারের উন্নয়ন আমাদের প্রচার করতে হবে। আমিও দুর্বল আমাদের প্রচার সেলও দুর্বল। আমার বিশ্বাস শেখ হাসিনার সরকারের উন্নয়ন যদি একদিনে একজনকে বুঝাতে পারেন, তাহলে এখানে আর কোন দলের চিহ্ন থাকবে না। গতকাল শুক্রবার বিকালে বন্দর কুড়িপাড়া চৌরাস্তার সিটি কর্পোরেশন মাঠে ২৬ ও ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে মহানগরের সহ সভাপতি প্রবীণ নেতা ওসমান গণি ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ। উপস্থিত ছিলেন মহানগরের সহ সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ মালা, কার্যকরী সদস্য সাখাওয়াত হোসেন সুমন প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা