আজ শনিবার | ১৯ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২ | ২৩ মহর্‌রম ১৪৪৭ | সকাল ১১:০৮

বন্দরে খান মাসুদের নেতৃত্বে ড্রেজারে অগ্নিসংযোগ

ডান্ডিবার্তা | ১৪ জানুয়ারি, ২০২৩ | ১১:০৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দর উপজেলার সাবদীতে ড্রেজার ব্যবসায়ীদের উপর হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ৯ সাবদী বাজার রোড এলাকায়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে বন্দর থানা পুলিশ মামলা নেয়নি।তবে এসআই মিলন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ড্রেজারের মাধ্যমে বালু ব্যবসা করে আসছেন মৃত ফিরোজ মিয়ার পুত্র মোঃ রয়েল। ঘটনার দিন সাবদী বাজার রোড এলাকায় বালুর জন্য পাইপ বসাতে গেলে খান মাসুদের নেতৃত্বে অর্ধ শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে ৯/১০ জন লোক আহত হয়। আহতরা হলেন, খলিলুর রহমানের পুত্র রমজান, মৃত সেলিমের পুত্র সোহাগ, জামালউদ্দিনের পুত্র জাহাঙ্গীর প্রমুখ। ড্রেজারের মাধ্যমে বালু ভরটকারী মোঃ রয়েল জানান,খান মাসুদের নেতৃত্বে সন্ত্রাসী নুরবাগ এলাকার রাজু ওরফে ষ্টান রাজু, একই এলাকার নুরুজ্জামান, ছুনখোলা এলাকার মামুন,নোয়ানগর এলাকার সুরা প্রধানের পুত্র লাভলু, শহিদুল্লাহর পুত্র আবজল, ওয়াজদ্দিনের পুত্র তোফাজ্জল, বন্দর চৌধুরী বাড়ি এলাকার আমানউল্লাহ সহ আরো ৪০/৪৫ জন সন্ত্রাসী পাইপ ভাংচুর করে অগ্নি সংযোগ করে। এছাড়াও পাইপবহন কারী ট্রাক ঢাকা মেট্রো-ন-২১-৫৫৪২, ২টি হোন্ডা এপাচি আর্টিয়ার ঢাকা মেট্রো ল-৩২-৫৯১৩ নিয়ে যায়। ভাংচুর করে ২৫ লাখ টাকার মালামাল ক্ষতি সাধন করে এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে। রয়েল জানান বৈধ ভাবে ব্যবসা করতে গিয়ে খান মাসুদের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। খান মাসুদ বাহিনীর ভয়ে চরম নিরাপত্তা হীনতার মধ্যে জীবন যাপন করছি। এ ব্যাপারে ঘটনাস্থলে যাওয়া এসআই মিলন মুঠোফোনে জানান, আমি ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের পাইপ ও ট্রাক ভাংচুর দেখতে পেয়েছি। ওরা বলেছে ৮০ জন নাকি এসেছে। তারা খান মাসুদের লোক। তারা অভিযোগ দিলে ব্যবস্থা নিব। যুবলীগ নেতা খান মাসুদ মুঠোফোনে জানান, আমার মোবাইল ট্যাকিং করে দেখুন আমি কোথায় আছি। আমি রাতের বেলায় ওখানে যাবো কি মরতে। যদি আমার কোন লোক এ ঘটনায় জড়িত থাকে তাহলে তাকে উপযুক্ত শাস্তি দেয়া হোক। এটা সর্ম্পূন মিথ্যা ও ষড়যন্ত্রমুলক। কিছু হলেই বলে বেড়ায় যে খান মাসুদের লোক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা