আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | দুপুর ১:২৪

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বাম জোটের মিছিল

ডান্ডিবার্তা | ১৬ জানুয়ারি, ২০২৩ | ১০:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র ও জ¦ালানি ক্ষেত্রে দায়মুক্তি বাতিল, বিদ্যুৎখাতের দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনা পরিহার এবং জ¦ালানি ক্ষেত্রে দুর্নীতির শে^তপত্র প্রকাশের দাবিতে গতকাল বিকাল ৪ টায় বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাম জোটের সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস, সিপিবি নেতা আব্দুল হাই শরীফ, বিমল কান্তি দাস, বাসদ নেতা সেলিম মাহমুদ। নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্যে যখন জনজীবন বিপর্যস্ত সরকার তখন আবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। বিইআরসি গণশুনানি করলেও সরকার নির্বাহী আদেশে ৫% বৃদ্ধি করেছে। সরকার গত ৬ মাসের মধ্যে গ্যাস, জ¦ালানি তেল ও বিদ্যুতের পাইকারি ও খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধি করল। প্রত্যেকটা ক্ষেত্রে মূল্য বৃদ্ধি জিনিসপত্রের দাম বাড়িয়েছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি জিনিসপত্রের দাম আরও বৃদ্ধি করবে। জিনিসপত্রের দাম বহু আগেই সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। আবার বৃদ্ধি মানুষের জীবনকে পর্যুদস্ত করে দিবে। বাস্তবে বিদ্যুৎখাতে চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় এবং রেন্টাল কুইক রেন্টাল বন্ধ করলে বিদ্যুতের দাম বাড়ানোর কোন প্রয়োজন নেই। এগুলো বন্ধে সরকারের কোন উদ্যোগ নেই। অথচ এর দায় দাম বৃদ্ধি করে জনগণের উপর চাপানো হচ্ছে।  এক্ষেত্রে সরকার জনসাধারণের সংকটের কথা বিবেচনায় না নিয়ে দুর্নীতিবাজ, মুনাফাখোর, লুটপাটকারীদের স্বার্থ রক্ষা করছেন। নেতৃবৃন্দ অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুৎ খাতের দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনা বন্ধের দাবি জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা