
নিজস্ব সংবাদদাতা দীর্ঘদিন ধরে ফতুল্লা থানা যুবলীগের কমিটি হচ্ছে না। ফলে যুবলীগের রাজনীতিতে স্থবির হয়ে পরেছে। নতুন কমিটি না হওয়ায় ফতুল্লা থেকে যুবলীগের নতুন নেতৃত্ব গড়ে উঠেছে না। তবে সব প্রতিবন্ধকতার সমাপ্তি ঘটিয়ে এবার হয়তো আলোর মুখ দেখবে ফতুল্লা থানা যুবলীগ। দীর্ঘদিন যারা নেতৃত্বে আসার অপেক্ষায় ছিলেন সেই সময়ের অবসান হবে অল্প কিছু দিনের মধ্যে এমনটাই জানিয়েছে যুবলীগের রাজনীতিতে সংশ্লিষ্ট একাধিক সূত্র। তবে আলোচনা শুরু হয়েছে সভাপতি এবং সাধারণ সম্পাদক নিয়ে। শীর্ষ এই দুই পদে কে আসবেন এ বিষয়টি যদিও এখনো নির্ধারণ করা হয়নি। তবে সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম এবং সাধারন সম্পাদক পদে ফতুল্লা থানা যুবলীগ নেতা মীর ফয়সাল আলীর নাম শুনু যাচ্ছে। মীর ফয়সাল আলী ফতুল্লা থানা যুবলীগের বর্তমান সভাপতি মীর সোহেল আলীর ছোট ভাই। সে হিসেবে রাজনৈতিক পরিবারের সাথে তার সর্ম্পতক্য নীবির। এছাড়াও দলীয় বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহনের মাধ্যমে নিজের অবস্থানের জাগান দিতে সক্ষম হয়েছে যুবলীগ নেতা মীর ফয়সাল আলী। সূত্র বলছে, দ্বাদশ নির্বাচনের আগেই নারায়ণগঞ্জ যুবলীগকে ঢেলে সাজানো হবে এমন নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে। আর সেই দিক নির্দেশনা মোতাবেক কাজ শুরু করেছে জেলা, মহানগর যুবলীগের শীর্ষ নেতারা। তবে ফতুল্লা থানা যুবলীগের শীর্ষ পদে কে আসবে তা নির্ধারণ করবেন সাংসদ শামীম ওসমান। তিনি যেভাবে যুবলীগ সাজাবেন সেভাবেই হবে এমন দাবি যুবলীগের একাধিক সূত্রের। তবে অচিরেই ফতুল্লা থানা যুবলীগের কমিটি হচ্ছে তা প্রায় নিশ্চিত। এ ব্যাপারে মীর ফয়সাল আলী বলেন, আমাদের পরিবার দীর্ঘদীন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমার বড় ভাই জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী দীর্ঘদীন ফতুল্লায় যুবলীগের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে যুবলীগের রাজনীতি সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী তা সাংবাদিকরা ভাল করেই জানেন। আমি আমার বড় ভাইয়ের দেখানো দিক নির্দেশনা অনুসরন করেই যুবলীগের নেতৃত্বে আসতে চাই। সাংসদ শামীম ওসমানের আর্দশকে বুকে লালন এবং আওয়ামীলীগ নেতা মীর সোহেল আলীর রেখে যাওয়া যুবলীগের রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ফতুল্লার মাটি আওয়ামীলীগের ঘাঁটিতে রূপান্তরে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাব। তবে, পদ-পদবী পাওয়ার মাধ্যমে তা করতে হবে এমনটা নয়। দলের হাই কমান্ড যেমন সিদ্ধান্ত নিবেন তা অনুসরন করার মাধ্যমেই আওয়ামীলীগের ঘাটিঁ হিসেবে ফতুল্লার যে সুনাম রয়েছে তা ধরে রাখতে আমি কাজ করব। উল্লেখ্য, ২০০৫ সালে মীর সোহেলকে সভাপতি ও ফাইজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ফতুল্লা থানা যুবলীগের কমিটি ঘোষনা করা হয়েছিলো।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯