
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এ সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। আমরা এ নির্বাচন কমিশন বিলুপ্ত চেয়েছি। বগুড়াতে হিরে আলমকেও আওয়ামী লীগ সহ্য করাতে পারে না। হিরো আলমরাও নির্বাচনে আওয়ামী লীগের কাঁপন ধরিয়েছে। কারন তারা জানে মানুষ তাদের ভোট দিবে না। তাই তারা হিরো আলমকেও ভয় পায়। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের মিশন পাড়া এলাকায় এ আয়োজন করা হয়। অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, গ্যাসের দাম আবারও বাড়ানো হয়েছে। আগামীতে যে পন্য উৎপাদন হবে সেখানে দাম হুহু করে বাড়বে। আমাদের দলের চেয়ারম্যান যে দশ দফা দিয়েছে সেই দশ দফা আমরা আদায় করে ছাড়বো। তিনি বলেন, জিয়াউর রহমান এ দেশের মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে মেজর হিসেবে দায়িত্ব পালনের সময় ১৯৭১ সালে পাকিস্তানিরা যখন বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল আজ যারা এদেশের নেতৃত্বে তারা সেদিন আত্মগোপনে ছিল। পশ্চিমাদের কাছে তারা আত্মসমর্পণ করেছিল। সে সময় সেনাবাহিনীর অনেক বড় বড় অফিসার ছিল। তারা কোন বক্তব্য দেয়নি। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ ঘোষণা করেছিলেন। সেদিন তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে থেমে থাকেননি। তিনি যুদ্ধ করেছিলেন। তিনি চাইলে ক্ষমতা নিতে পারতেন কিন্তু তিনি তা করেননি। তিনি ব্যরাকে ফিরে গিয়েছিলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সকল রাজনৈতিক দল বন্ধ করে দিয়েছিল। বাকশাল গঠন করা হয়েছিল। সেদিন মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগের আমলে মানুষ লজ্জা নিবারনের জন্য জাল গায়ে জড়িয়েছে। তারা আজ আবার এ বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করছে। এ সরকারের মধ্যে গণতান্ত্রিক কোন বৈশিষ্ট্য নেই। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত পরিচালনা করেন মহানগর উলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, এম এইচ মামুন, সদস্য ডা. মজিবুর রহমান, এড. এইচ এম আনোয়ার প্রধান, মাসুদ রানা, মাহমুদুর রহমান, বরকত উল্লাহ, হাবিবুর রহমান দুলাল, রাশিদা জামাল, কামরুল হাসান চুন্নু সাউদ, শাহিন আহমেদ, মাকিত মোস্তাকিম শিপলু, ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, মহানগর বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ, নাজমুল হক রানা, নাজমুল হক, আবুল হোসেন রিপন, ধামগড় ইউনিয়ন বিএনপির সমন্বয়ক জাহিদ খন্দকার, গোগনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর যুবদলের সাবেক সহ- সম্পাদক মো. শহিদুল্লাহ, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মহানগর তাঁতীদলের আহ্বায়ক মীর আলমগীর হোসেন, সদস্য সচিব ইকবাল হোসেন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুর রহমান সাগর, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯