আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | দুপুর ১:১৭

শ্রমিকরা যে বেতন পায় তা দিয়ে সংসার চলে না

ডান্ডিবার্তা | ২১ জানুয়ারি, ২০২৩ | ১১:০৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সমাবেশ ও শহরে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক সমাবেশ ও শহরে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) অন্যতম শীর্ষ নেতা ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য ও নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জননেতা নিখিল দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি এম এ মিল্টন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ। সমাবেশে গণসংগীত পরিবেশন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা। রাজেকুজ্জামান রতন আরও বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিদিন শ্রমিকের মৃত্যু ঘটে তাই তাদের জন্য বিমা এবং তাদের জন্য পেনশন স্কিম চালু করতে হবে। মালিক ও শ্রম দপ্তরের কর্মকর্তাদের অবহেলায় আগুনে পুড়ে, ভবন ধসে শ্রমিকের মৃত্যু হয় এর জন্য দায়ী মালিক ও কর্তব্য অবহেলার জন্য দায়ী কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উপেক্ষা করা যাবে না। নারী শ্রমিক কর্মক্ষেত্রে যৌন হয়রানি, নিপীড়নের শিকার হয় তাদের জন্য হয়রানি মুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। নিখিল দাস বলেন, শ্রমিক ফ্রন্ট ৪১ বছর ধরে শ্রমিকের ন্যায্য মজুরি, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, যখন তখন শ্রমিক ছাঁটাই বন্ধ করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যুতে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান, মর্যাদাপূর্ণ জীবন, আবাসনব্যবস্থা, রেশন, পেনশনের আন্দোলন শক্তিশালী করাসহ শ্রমিকের নানা অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আসছে। একই সাথে লড়াই করে আসছে, যে শোষণমূলক পুঁজিবাদীব্যবস্থা শ্রমিকের জীবনে অভিশাপ হয়ে তাদের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে তার অবসানের লক্ষ্যে।  নেতৃবৃন্দ ন্যায্য মজুরি, গণতান্ত্রিক শ্রম আইন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান, পেনশন, রেশন, আবাসন, চিকিৎসাসহ শ্রমিকের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা