সঠিক তথ্য জেনে বক্তব্য দেয়ার আহবান টিটুর

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৩, ২০২৩, ১০:১৭ | Comments Off on সঠিক তথ্য জেনে বক্তব্য দেয়ার আহবান টিটুর

ডান্ডিবার্তা রিপোর্ট কোন বিষয়ে সঠিক তথ্য না জেনেই দ্বায়িত্বশীল অবস্থানে থেকে বায়বীয় বক্তব্য না দেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তানভীর আহমেদ টিটু। তিনি এক বিবৃতিতে বলেন, নাসিক মেয়র সেলিনা হায়াত আইভীর জেলা ক্রীড়া সংস্থা নিয়ে করা মন্তব্যের বিপরীতি এমন কথা বলেছেন তিনি। টিটু বলেন, সিটি মেয়র নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা সম্পর্কে যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো তিনি কারো শোনা কথার প্রেক্ষিতেই কোন খোঁজ না নিয়েই জনসম্মুখে বলে দিয়েছেন বলেই আমার ধারনা। জেলা ক্রীড়া সংস্থা যে ১৯৯০ সালের পর থেকে ফুটবল লীগ আয়োজনের সাথে সংযুক্ত নয়, এই তথ্যটুকুও তিনি জানেন না। তানভীর আহমেদ টিটু এই প্রতিবেদককে জানান, নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন নিয়ে কথা বলার আগে তার একটু খোজ নেয়া উচিত ছিল। কারণ সারা দেশের ক্রীড়াঙ্গন যেখানে নারায়ণগঞ্জের বর্তমান খেলাধুলার অবস্থান নিয়ে উচ্ছাস প্রকাশ করে সেখানে তার মতো একজনের এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তৎকালীন পৌরসভা আমলে জেলা ক্রীড়া সংস্থাকে পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য ৫ লাখ টাকা দিয়েছিল এবং সেই টাকার কোন হদিস নেই বলে যে অভিযোগ মেয়র আইভী করেছেন তা হাস্যকর। কারণ ১৯৯০ সালে পৌর গোল্ড কাপ আয়োজনের জন্য তৎকালিন পৌর প্রশাসক একটি ট্রাস্টী বোর্ড করেছিল। ঐ বোর্ডের সভাপতি ছিলেন তৎকালীন জেলা প্রশাসক, সদস্য ছিলেন পৌর প্রশাসক, পুলিশ সুপার, একজন অতিরিক্ত জেলা প্রশাসক ও তৎকালীন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক। ১৯৯১সালে ১লাখ টাকা খরচ করে সেই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এবং বাকি ৪লাখ টাকা এখনও এ বি ব্যাংকে ট্রাস্টী বোর্ডের নামে জমা করা আছে। পৌরসভার ৫ লক্ষ টাকা নারায়ণগঞ্জ জেলা ক্রীড়ার কাছে কখনই আসেনি বা ক্রীড়া সংস্থা কখনই খরচও করেনি। তাছাড়া ফুটবলের সকল কিছু করে জেলা ফুটবল এসোসিয়েশন, ক্রীড়া সংস্থা না। তারপরও ফুটবলের উন্নয়নের জন্য আমার ব্যক্তিগত তহবিল থেকে স্পন্সর করে একটি অনুর্ধ ১২ ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করেছি যা এই মুহুর্তে চলমান আছে। টিটু বলেন, তিনি (মেয়র আইভী) ক্রীড়া সংস্থাকে সরকারের দেয়া টাকার কথা বলে আয়-ব্যয়ের প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে তার জ্ঞানের পরিধি দেখে আমি হতাশ। মূলত জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থাগুলোকে আগে বছরে ৪লাখ টাকা করে দেয়া হোত। গত ২বছর ধরে সেই টাকার পরিমাণ বেড়ে ৬ লাখ হয়েছে। এছাড়া ক্রিকেটের জন্য ক্রিকেট বোর্ড থেকে ক্রীড়া সংস্থাকে বছরে ৭/৮ লাখ দেয়া হয়। এর বাইরে সরকারী কোন বরাদ্ধ খেলাধুলার জন্য আসেনা। অথচ স্কুল ক্রিকেট, অনুর্ধ্ব ১৪, অনুর্ধ্ব ১৬, অনুর্ধ্ব ১৮ ও  জাতীয় লীগ ক্রিকেটেই খরচ আসে বছরে ১২/১৩লাখ টাকা। এছাড়া প্রিমিয়ার বিভাগ, ১ম বিভাগ, ২য় বিভাগ ও কোয়ালিফাইং ক্রিকেটের জন্যই বছরে খরচ লাগে ১৯/২০লাখ টাকা। এছাড়া বিদ্যুত বিল, স্টাফদের বেতনসহ অনুষাঙ্গিক খরচ আসে বছর ৭/৮লাখ টাকা। ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাগুলোতেও আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রমোট করি এবং বাংলাদেশের প্রতিটি ফেডারেশনের প্রতিটি আয়োজনে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা অংশ গ্রহন করে। চলমান শেখ কামাল ২য় যুব গেমসে নারায়ণগঞ্জ জেলা কাবাডি, ভলিবল, দাবা, বক্সিং, জুডো, কারাতে ও তায়কোয়ান্দতে সফলভাবে অংশ নিয়েছে। সেখানে অলিম্পিক এসোসিয়েশন ২লাখ টাকা বরাদ্ধ দেয়ার পরেও ১লাখ টাকার বেশী অতিরিক্ত খরচ হয়েছে। আমরা প্রতি বছর ভলিবল লীগ করি যেখানে বছরে ৩লাখ টাকার অধিক খরচ হয়, পুলিশের আইজিপির উদ্যোগে প্রথমবারের মত ঢাকায় কর্পোরেট মহিলা কাবাডিলীগের আয়োজন করেছে, যেখানে নারায়ণগঞ্জ এর নামে একটি টীম করা হয়েছে যেখানে ব্যয় ধরা হয়েছে ১০লাখ টাকা। যা সম্পুর্নভাবে ব্যক্তিগত তহবিল থেকে দেয়া হচ্ছে। তাহলে সরকারী টাকার বাইরে প্রতি বছর এসব খেলাধুলায় অতিরিক্ত ৪০/৪৫লাখ টাকা যে বেশী খরচ হচ্ছে সেগুলোর খবর কি মেয়র রেখেছেন? সেগুলো আমি ও আমার ক্রীড়া সংস্থার সদস্যরাই ব্যক্তিগত তহবিল থেকে এবং বিভিন্ন স্পন্সরদের মাধ্যমে দিচ্ছি কারণ আমরা খেলাকে ভালোবাসি, এবং নারায়ণগঞ্জকে খেলাধুলায় বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে চাই। আমরা ক্রীড়া জগতের মানুষ। টিটু বলেন, সরকারী বালিকা বিদ্যালয়(গর্ভ.গার্লস স্কুল) এ মেয়েদের ক্রিকেটের জন্য আমি ব্যক্তিগত তহবিলে জেলা ক্রীড়ার সংস্থার নামে ক্রিকেট প্রাকটিসের জন্য পিচ ও কোচ এর ব্যবস্থা করেছি। ক্রিকেটের প্রতি আমাদের নিরলস কাজের ফসল আজ জাতীয় ক্রিকেট দলে একজন, জাতীয় এ দলে একজন ও অনুর্ধ্ব ১৯ জাতীয় দলে ২জন নারায়ণগঞ্জের ক্রিকেটার খেলছেন। বর্তমান কমিটি দ্বায়িত্ব নেয়ার পর খেলা ও মাঠের চেহারা পাল্টে দেয়ার জন্যই কাজ করছে। আমরা ব্যক্তিগত অর্থায়নে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গণকে সমৃদ্ধ করার চেষ্টা করলেও ঢোল পিটিয়ে বেড়াই না। মেয়র কে ধন্যবাদ, তিনি এসব বায়বীয় কথাবার্তা না বললে হয়তো এই বিষয়ে তিনিও জানতেন না আর নারায়ণগঞ্জের সকলের কাছে বলার সুযোগটুকুও হয়তো হতো না। আমি ২০১১ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে নারায়ণগঞ্জ এ খেলাধুলার মান ও পরিমান দুটোই বাড়িয়েছি। একটা মাঠ থেকে ৩টা মাঠ হয়েছে। পুর্নাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করার প্রক্রিয়া চলছে। এবং সেটাই আমার এবং আমাদের কমিটির সকলের স্বপ্ন। সুতরাং এই ধরনের বক্তব্য না দিয়ে সকলকে সাথে নিয়ে কিভাবে একটি সুন্দর নারায়ণগঞ্জ করা যায়, আমার মনে হয় আমাদের সকলের সে বিষয়ে সুনজর দেয়া উচিত।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৭
  • ২০:০০
  • ৫:১৬

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪