আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | দুপুর ১২:৫৫

দুই মেরুর উত্তাপ থামছে না!

ডান্ডিবার্তা | ২৯ জানুয়ারি, ২০২৩ | ৯:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের উত্তর ও দক্ষিণ মেরুর উত্তাপে নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচনা দীর্ঘ দিনের। চলতি বছরের শুরুতেই সদর-বন্দর আসনের সাংসদ সেলিম ওসমান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের একটি সভায় ওসমান পরিবারের দুই সদস্যকে ইঙ্গিত করে বক্তব্য রেখেছিলেন। তাঁর এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা। এর ঠিক এর পরপরই আলী আহাম্মদ পৌর পাঠাগারে একটি অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশর মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী সেলিম ওসমানের সেই বক্তব্যকে ইঙ্গিত করে পাল্টা বক্তব্য রাখেন। আর এর পর থেকেই ফের আলোচনায় আসে উত্তর ও দক্ষিণ মেরুর উত্তাপ। সেই উত্তাপ নেতাকর্মীদের মধ্যে এখনো আলোচনা হচ্ছে। তারা বিভিন্ন চায়ের স্টল বা আড্ডাখানায় এমনকি দলীয় ফোরামে একে অপরের সাথে আলোচনা করে থাকেন। আর এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। নারায়ণগঞ্জের রাজনীতি মানেই ভিন্ন কিছু। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার যুদ্ধ, স্বৈরাচার আন্দোলন এই নারায়ণগঞ্জের মাটি থেকেই শুরু হয়েছিলো। সেই দিক থেকে যে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় আসুকনা কেনো নারায়ণগঞ্জের রাজনীতির দিকে কেন্দ্রের ভিন্ন নজর থাকে। সম্প্রতি সেলিম ওসমান চেম্বার অব কমার্সের একটি অনুষ্ঠানে নিজের মনের ক্ষোভ ঝাড়তে গিয়ে বলেছেন, বন্দরে সন্ত্রাস বেড়ে উঠছে। এমন কোন মানুষ নাই যার কাছে চাঁদা দাবি করা হয় না। কোন এক খান সাহেব এখানে সন্ত্রাস ছড়াচ্ছেন। বন্দরে কিছু অবৈধ ক্লাব গড়ে উঠছে, আমি জানি কারা ক্লাবগুলোকে পরিচালনা করেন। আমি ইতিমধ্যে ঘোষনা দিয়েছি ‘হাম্মা গ্রুপ’, ‘ভাই সাহেব গ্রুপ’ যদি আপনারা মনে করেন তারা ওসমান পরিবার, আমি বলবো ওসমান পরিবারের কিন্তু হাতের পাঁচটা আঙ্গুল সমান না’। সাংসদ সেলিম ওসমান নিজের পরিবারের দুই সদস্যকে ইঙ্গিত করে যে বক্তব্য দিয়েছেন তা নেতেকর্মীদের মধ্যে নানা প্রতিক্রীয়া দেখা দিয়েছে। তিনি তাঁর এই বক্তব্যে কারো নাম উল্লেখ করেননি, তবুও তিনি কাকে উদ্দেশ্যে করে কথাগুলো বলেছেন তা নিয়ে চায়ের স্টল থেকে শুরু করে বিভিন্ন স্থানে চলছে নানা মুখরোচক গল্প। তবে সেলিম ওসমানের ঐ বক্তব্যের পর আলী আহাম্মদ পৌর পাঠাগারে মেয়র আইভী একটি অনুষ্ঠানে সেলিম ওসমানের বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়ে রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছেন। সেলিম ওসমান নারায়ণগঞ্জের পরিবেশ শান্ত রাখার জন্য এবং তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের কথা বিবেচনা করে বলেছেন, এই বাহিনী চাই না, খান বাহিনী চাই না। হুন্ডা বাহিনী চাই না। সাংসদ সেলিম ওসমানের বক্তব্য ও মেয়র আইভীর পাল্টটা বক্তব্যের পর নারায়ণগঞ্জ শহরে হোন্ডা বাহিনীর তৎপরতা অনেক কমে গেছে বলেও অনেকে মনে করেন। সেলিম ওসমান যে ইঙ্গিত দিয়েছিলেন আর মেয়র আইভীর যে প্রতিবাদ এর কারনে অনেকটা স্থবির হয়েছে বাহিনীর সদস্যরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা