আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | দুপুর ১২:৫৫

আড়ইহাজারে সন্ত্রাসীদের তান্ডব

ডান্ডিবার্তা | ২৯ জানুয়ারি, ২০২৩ | ১০:০১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজার পৌরসভায় হাজ¦ী আঃ হকের বাড়ী দোকানপাঠ ভাংচুর করেছে প্রতিবেশি নোয়াপাড়ার মৃত মুনজুর চেয়ারম্যানের পত্র জুয়েল ও বাদলের নেতৃত্বে। সরেজমিনে গিয়ে জানা যায়, পূর্ব শত্রুতার জেড়ে গতকাল শনিবার সকালে ৫০/৬০ জনের একদল সন্ত্রাসী নিয়ে ঐ দোকানে হামলা চালিয়ে প্রায় তিন ঘন্টা তান্ডব চালায় তারা। হাজ¦ী আঃ হক জানায় জায়গা নিয়া দীর্ঘদিন যাবৎ তাদের সাথে আমার বিরোধ চলে আসছি। এ ব্যাপারে নারায়ণগঞ্জ আদালতে মামলা চলমান। মামলা চলমান থাকা অবস্থায় সন্ত্রসী মোজাম্মেল হক জুয়েল (৫৫) ও তার ছোট ভাই বাদলসহ প্রায় ৫০/৬০ আমার দোকান ও বাড়ীর চতুরদিক থেকে হামলা করে। আমরা ভয়ে স্ত্রী সন্তান নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাই। সন্ত্রাসীরা আমার বাড়ী থেকে ষ্টীলের আলমারি ভেঙে ৮ ভরী স্বর্ন নগদ ৩ লক্ষ টাকা রাইস মেইল এর মালামাল প্রায় ১ লক্ষ টাকার পানির মটর মূল্য ৯ হাজার টাকা মুদি দোকানের মালমাল প্রায় দেড় লক্ষ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। আমার দোকান, বাড়ী, রাইস মেইলের সাথেই আড়াইহাজার থানা। আমি দৌড়ে থানায় গেলে পুলিশ আসতে অপারগতা দেখায় এবং আমার মামলা নেয়নি। আমি নিরূপায় হয়ে ৯৯৯ নাম্বারে কল দিলে থানা থেকে পুলিশ মাসুদ ও তাহের ঘটনাস্থলে এসে দেখে চলে যায়। এই ব্যাপারে আমি আবারো থানায় গিয়ে মামলা দিতে চাইলে রহস্যজনক কারনে আমার মামলা নেয়নি। আমি আমার পরিবার নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। এ বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কমনা করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা