আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | বিকাল ৫:৫১

মদনপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ

ডান্ডিবার্তা | ০২ মার্চ, ২০২৩ | ১:১১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুরের কেওঢালা পশ্চিম পাড়ায় প্রায় দুইশত বছর যাবত ভূঁইয়া বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থানের ভোগ দখলে থাকা জমি থেকে অনুমতি বিহীন মাটি কাটা ও দখলের অভিযোগ ওঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মিয়ার বিরুদ্ধে। এবিষয়ে ইতিপূর্বে জাতীয় দৈনিক, জেলা ভিত্তিক লোকাল পত্রিকাসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার করা হয়। রয়েছে বন্দর থানায় ইউপি চেয়ারম্যান সালামের বিরুদ্ধে লিখিত অভিযোগ। এতো কিছুর পরও দমেনি ভূমিদস্যু খ্যাত চেয়ারম্যানের কর্মকান্ড। ক্ষমতার অপব্যবহার করে প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে মাটি কাটা ও জমি দখলের কাজ। অবশেষে উপায়ন্তর না পেয়ে গত ২৮’শে ফেব্রুয়ারী মসজিদ কমিটির পক্ষ থেকে সভাপতি ইসমাইল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া ফারুক নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রসঙ্গ উল্লেখ করে যথাক্রমে একটি করে অভিযোগ দায়ের করেন। এলাকায় অনুসন্ধানের ভিত্তিতে জানা গেছে, ইউপি চেয়ারম্যান সালামের এই কর্মকান্ডে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে। তৈরি হচ্ছে নানান বিশৃঙ্খলা ও পৃথক মতামত। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বড় কোনো হাঙ্গামা সৃষ্টি হতে পারে বলে জানান এলাকাবাসী। তাই সকলের দাবি, অনতিবিলম্বে জোরপূর্বক ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলের সুষ্ঠু প্রতিকার।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা