আজ শনিবার | ২৬ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২ | ৩০ মহর্‌রম ১৪৪৭ | দুপুর ১:১৫
শিরোনাম:
একই আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা বিএনপির    ♦     ক্লিন ইমেজধারীরা ধানের শীষ পাচ্ছেন    ♦     মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতদের স্মরণে মহিলা পরিষদের মৌন মিছিল    ♦     শ্রমিকলীগ ক্যাডার ডাকাত জাকির বিএনপি নেতাদের আশ্রয়ে    ♦     ভারতে মঞ্জুনাথের মন্দিরে গণকবরের অভিযোগে রাজ্য জোড়ে তোলপাড়    ♦     এস আইয়ের বিরুদ্ধে ঘুষ বানিজ্যর অভিযোগ    ♦     মাকসুদ মুছাপুরে ৩২টা বাড়িতে আগুন দেয়ার এত সাহস কোথায় পায়    ♦     বন্দরে বিএনপি’র সদস্যপদ নবায়ণ কার্যক্রমে নজরুলের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান    ♦     রাজনৈতিক সংকটের জন্য খায়রুল হক দায়ী    ♦     গণসংহতি’র উদ্যোগে ৫৪ শহীদের নামে বৃক্ষরোপণ    ♦    

শামীম ওসমানকে ডেমকেয়ার জেলা যুবদলের!

ডান্ডিবার্তা | ১৪ এপ্রিল, ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লায় আওয়ামীলীগ দলীয় প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমানের এলাকায় পুলিশের বাধায় না পেরে এবার সোনারগাঁয়ে যুবদলের ঢাকা বিভাগের ইফতার মহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এ ইফতার মহফিলকে ঘিরে হামলা ও সংঘর্ষের শঙ্কা করছেন দলটির নেতাকর্মীরা ও আওয়ামীলীগের নেতারা। এদিকে ফতুল্লায় শামীম ওসমানের প্রভাব থাকলেও সোনারগাঁয়ে সেই প্রভাবমুক্ত বলে চিন্তা করে সেখানে ইফতার মহফিল আয়োজনের উদ্যোগ নিয়েছে দলটি। গতকাল বৃহস্পতিবার সোনারগাঁয়ে মেঘনা এলাকায় ইফতার মহফিল আয়োজনের জন্য উপজেলা প্রশাসন বরাবর আবেদন করা হয়ছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে। ইফতার মহফিলকে ঘিরে যুবদলের নিজেদের অভ্যন্তরীন কোন্দলের পাশাপাশি বিভাগীর জেলাগুলোর নেতাদের কোন্দলকে ঘিরে এখানে একাধিক পক্ষের মধ্যে সংঘর্ষের শঙ্কা রয়েছে। এদিকে প্রশাসন বা পুলিশের অনুমতি ছাড়াই এক রাতে প্যান্ডেল করে ইফতার মহফিলের জন্য প্রায় ৫ হাজার নেতাকর্মীর জন্য আয়োজন করছে যুবদল। আজ শুক্রবার আয়োজিত হবে এ ইফতার মহফিল। এতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়াও জেলা যুবদলের ইফতার মহফিলকে ঘিরে আওয়ামীলীগ নেতারা ও একাধিক সংস্থা এখানে নাশকতার শঙ্কা দেখছেন। এর আগে এমন শঙ্কা থেকেই জেলা যুবদলের ইফতার ফতুল্লায় আয়োজন করতে বাধা দেয়া হয় আয়োজকদের। সোনারগাঁ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, আমাদের এখানে তিন সদস্য বিশিষ্ট কমিটি আছে আমরা আলোচনা করছি কি করা যায় এটি নিয়ে। এখানে কোন পলাতক সাজাপ্রাপ্ত (তারেক রহমান) আসামিকে ভার্চ্যুয়াল ভিডিওতে যুক্ত করে কর্মসূচী করতে দেয়া হবেনা। প্রশাসন এটি অনুমতি দিতে পারেনা যদি দেয় তাহলে এখানে কোন কিছু হয়ে দায়ভার তাদের। এর মধ্যে গত বুধবার জেলা আওয়ামীলীগের সভাপতি আবু হাসনাত শহিদ মোল বাদল বন্দরের একটি অনুষ্ঠানে ঘোষণা দেন, ওরা বলে হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম। আমরা বলি বাংলার ইহুদি, জামাত শিবির বিএনপি। সকল বিএনপিকে বলি না। ওদেরকেই বলছি এটা যারা এগুলো করে। ওরা যেখানে মিটিং ডাকবে স্বেচ্ছাসেবক লীগও সেখানে সভা ডাকবে। সেখানে খেলা হবে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজওয়ান উল ইসলাম জানান, তারা আমার কাছে আবেদন নিয়ে এসেছিল আমি স্পষ্ট বলে দিয়েছি এখানে অনুমতি দেয়ার কোন এখতিয়ার আমার নেই। এটি জেলা প্রশাসকের (ডিসি) কাছ থেকে অনুমতি চাইতে হবে। সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, অনুমতি নেয়ার বা দেয়ার কোন সুযোগ নেই। আমরা এরকম কর্মসূচীর কোন অনুমতি দেইনি। এখানে যদি কেউ বিশৃঙ্খলার না শান্তি নষ্টের চেষ্টা করে সে যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইফতার কর্মসূচীতে ঘিরে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধযে উত্তেজনা বিরাজ করছে। ইফতার মহফিলকে ঘিরে যেকোন সময় যেকোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা