আজ শনিবার | ২৬ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২ | ৩০ মহর্‌রম ১৪৪৭ | রাত ১০:১০
শিরোনাম:
একই আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা বিএনপির    ♦     ক্লিন ইমেজধারীরা ধানের শীষ পাচ্ছেন    ♦     মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতদের স্মরণে মহিলা পরিষদের মৌন মিছিল    ♦     শ্রমিকলীগ ক্যাডার ডাকাত জাকির বিএনপি নেতাদের আশ্রয়ে    ♦     ভারতে মঞ্জুনাথের মন্দিরে গণকবরের অভিযোগে রাজ্য জোড়ে তোলপাড়    ♦     এস আইয়ের বিরুদ্ধে ঘুষ বানিজ্যর অভিযোগ    ♦     মাকসুদ মুছাপুরে ৩২টা বাড়িতে আগুন দেয়ার এত সাহস কোথায় পায়    ♦     বন্দরে বিএনপি’র সদস্যপদ নবায়ণ কার্যক্রমে নজরুলের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান    ♦     রাজনৈতিক সংকটের জন্য খায়রুল হক দায়ী    ♦     গণসংহতি’র উদ্যোগে ৫৪ শহীদের নামে বৃক্ষরোপণ    ♦    

ঈদকে সামনে রেখে ৫নং মাছ ঘাটে জমজমাট জুয়ার আসর

ডান্ডিবার্তা | ১৭ এপ্রিল, ২০২৩ | ১২:০৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট গত দেড় মাস ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় ঈদকে সামনে রেখে কুখ্যাত জুয়াড়ী মুসা, মনির,সাইয়া ও নুরার নেতৃত্বে ২৪ ঘন্টাব্যাপী জুয়ার আসর। এ বিষয়ে সদর মডেল থানার ওসি আনিচুর রহমান বলেন, কেন্দ্রীয় বাস টার্মিনালে জুয়ার আসর বসানোর বিষয়টি আমি জানি প্রতিদি আমি আমার পুলিশ দিয়ে দাবরানি দেই।কিন্তু তারা এমন জায়গায় বসে পুলিশের টের পেলে পালিয়ে যায়।আমি তাদের ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিদিনকার মতো গতকালও প্রকাশ্যে এই জুয়ায় সর্বশান্ত হয়েছেন অনেকে। ২৪ ঘন্টা ব্যাপী লাখ লাখ টাকার জুয়ার এই আসর বসানো হয়েছে। জুয়ারিদের জন্য রান্নাবান্না, খাবারদাবার, আরামের ব্যবস্থাও করেছে তারা। কিন্তু এবার সবকিছু ম্যানেজ করে আটঘাট বেধেই জুয়ার আসর নিশ্চিন্তে চালাচ্ছে। শহরব্যাপী এনিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হলেও আইনশৃঙ্খলাবাহিনী দেখেও না দেখার ভান করছে। এতে চরম অসন্তোষ প্রকাশ করেছে নাগরিক সমাজ। সূত্র জানিয়েছে, মুসা, মনির, সাইয়া ও নুরা গত দেড় মাস ধরে বড় বড় জুয়ার বোর্ড বসিয়েছে। অভিযান চালানো ৩নং মাছ ঘাট ও কেন্দ্রীয় বাস টার্মিনালের মধ্যবর্তী জায়গাতেই এই জুয়ার আসর চালাচ্ছে মনির। এতে ঈদের আগের সর্বশান্ত হচ্ছে প্রতিদিন শত শত মানুষ। সূত্র জানিয়েছে, নির্বিঘেœ এই জুয়ার আসর চালানোর জন্য পুলিশের টহলের গাড়ির উপরও নজরদারির ব্যবস্থা করেছে তারা। পুলিশের গাড়ি চোখে চোখে রাখার জন্য মাউরা হোটেল, কালিবাজার, ১নং রেলগেট, বাসস্ট্যান্ড, ৫নং ঘাট, টার্মিনাল ঘাটে বেশ কিছু লোক মাসিক চুক্তিতে নিয়োগ দিয়েছে মনির। বিভিন্ন পয়েন্টে এমন চেকার সিস্টেম করে পুলিশের উপর নজরদারি রেখে সার্বক্ষণিক জুয়ার বোর্ড চালানোর ব্যবস্থা করেছে কুখ্যাত মুসা,মনির সাইয়া ও নুরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসছিল জুয়ার আসর। কখনো বাসের ভিতর আবার কখনো ২-৩ বাস রেখে মাঝে চলতো এই জুয়ার আসর। সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র ৫নং মাছ ঘাটের পাশে রেলওয়ের খালি জায়গা দখল করে বাঁশ ও টিন দিয়ে বেড়া দিয়ে জুয়ার আস্তানা বানিয়ে জুয়ার আসর চালিয়ে আসছে। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নেয় এবং প্রতিদিন লাখ লাখ টাকার খেলা হয়। পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা