আজ রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২ | ১ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:০৬

মহানগর আ’লীগের কর্মী সভার প্রস্তুতি

ডান্ডিবার্তা | ০৩ মে, ২০২৩ | ৮:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট তৃণমূলকে সুসংগঠিত করতে এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্ততি হিসেবে নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন ১১ থেকে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভার আয়োজন করা হয়েছে। আগামী ৫ মে থেকে শুরু করে ২৬ মে পর্যন্ত এই ওয়ার্ডের কর্মী সভা সফল করার লক্ষে ইতিমধ্যেই মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দদের দায়িত্ব বন্টন করা হয়েছে। জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগরে নির্বাচনের আগ মুহুর্তের প্রস্ততির অংশ হিসেবে এবং উক্ত ওয়ার্ডের কমিটি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে এই কর্মী সভা। সেখান থেকেই নির্ধারিত হতে পারে বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। কেননা গত ১৩ জানুয়রি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মহানগরের আওতাধীন ১১-২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে, উক্ত সম্মেলনে বেশির ভাগ ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়নি। এদিকে, কর্মী সভায় অংশ নিতে এবং সেটিকে সফল করতে সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীদের আহ্বান করা হয়েছে। আর কর্মী সভায় কে কার চেয়ে বেশি জনসমাগম দেখাবে সেটি নিয়েই চলছে প্রস্ততি। বিশেষ করে কমিটি গঠন না হওয়া ওয়ার্ড গুলোতে তোর-জোর চলছে বেশি। শক্তি-সামর্থ দেখাতে প্রস্ততি নিচ্ছে বেশির ভাগই। কর্মী সভার বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেন, ‘তৃণমূলকে ঐক্যবদ্ধ করতে সম্মেলন হওয়া ওয়ার্ড গুলোতে কর্মী সভার আয়োজন করা হয়েছে। যেহেতু সকল ওয়ার্ডে কমিটি গঠন হয়নি তাই, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সদস্যকে বিভিন্ন ওয়ার্ডের কর্মী সভা আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে। আশা করি এই কর্মী সভার মাধ্যমে তৃণমূল উজ্জবিত হবে।’ উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরবর্তীতে মহানগর আওয়ামী লীগের আওতাধীন ওয়ার্ড কমিটি গুলো সম্মেলনের মাধ্যমে শেষ করার নির্দেশ দেয় কেন্দ্র।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা