
ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লার পাকিস্তান খাদঁ এলাকায় রাব্বি (২০) ও সজিব (১৯) নামের দুই ডাইং শ্রমিক কে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭ শত টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাব্বিল মিয়া (২২) নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাব্বিল ফতুল্লা মডেল থানার কোতালেরবাগ বৌ বাজার এলাকার ফেরদৌস মিয়ার পুত্র। গত সোমবার রাতে তাকে কোতালেরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে আহত সজিবের ভাই মোঃ আরিফ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর ভাই সজিব তার কর্মস্থলের সহকর্মী রাব্বি কে নিয়ে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে পাকিস্তান খাদ রেল লাইন ধরে পায়ে হেটে বাসায় ফিরছিলো। এ সময় গ্রেপ্তারকৃত রাব্বিল, সালমান সহ পিচ্চি সজিব সহ অজ্ঞাতনামা আরো সন্ত্রাসী তাদের পথরোধ করে। কিছু বুজে উঠার আগেই অভিযুক্ত আসামীরা সজিব ও আরিফ কে ছুরিকাঘাত করে সাথে থাকা মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭ শত টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের ডাক- চিৎকারে স্থানীয় পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা দৌড় পালিয়ে যায়। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানায়, মামলা হয়েছে। মামলার এজাহার নামীয় এক আসামী কে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অপর আসামীদের গ্রেপ্তার সহ ছিনিয়ে নেয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯