আজ রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২ | ১ সফর ১৪৪৭ | রাত ৯:০৩

ক্ষোভ বাড়ছে বিএনপির তৃনমূলে!

ডান্ডিবার্তা | ০৪ মে, ২০২৩ | ১০:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি হতাশার পাশাপাশি ক্ষোভ বাড়ছে। শীর্ষ নেতাদের কর্মকান্ডের কারণে দলের তৃনমূলে ক্ষোভ ছড়িয়ে পরছে। বিএনপির রাজনৈতিক পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করেছে তখন নারায়ণগঞ্জ বিএনপিতে ক্ষোভের আগুন তীব্র হচ্ছে। একদিকে দলের অধিকাংশ নেতাকর্মীরা একাধিক মামলার আসামী হয়ে ফেরারী জীবন যাপন করছে অন্যদিকে আন্দোলন করতে গিয়ে জেল হাজতে মানবেতর দিন কাটছে অসংখ্য নেতাকর্মীর। যারা জেলে রয়েছে তাদের পরিবার পরিজন অনেকটা অর্থহারে অনাহারে দিন কাটাচ্ছে। আর ফেরারী জীবন যাপন যারা করছে তাদের স্বজনদের অবস্থা আরো শোচনীয়। কিন্তু দলের শীর্ষ নেতারা বহাল তবিয়তে আরাম আয়েশ করে দিন কাটাচ্ছে ঢাকা কিংবা ঢাকার বাইরে বিভিন্ন জেলায়। এদিকে, জেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দীন এবং সদস্য সচিব খোকনসহ শীর্ষ নেতাদের কোন দেখা নেই আন্দোলন শুরুর পর থেকেই। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপি বিএনপি নেতৃবৃন্দ যখন আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথে নিজেদের অস্তিত্বের জাগান দিচ্ছে ঠিক সে মুহুর্তে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ নিস্তেজ হয়ে ঘরেই অবস্থান করছে। জেলা বিএনপির শীর্ষ নেতাদের সাহসিকতার অভাবে নারায়নগঞ্জ বিএনপির রাজনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারছে না বলে কর্মীদের অভিযোগ। তবে এ অবস্থার উত্তোরণ ঘটাতে নেতাদের আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মনে করছেন বিশ্লেষক মহল। সূত্রমতে, নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে ধীরে ধীরে ক্ষোভ বাড়ছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের বিতর্কীত কর্মকান্ড দলীয় কর্মীদের ক্ষিপ্ত করে তুলতে শুরু করেছে। শীর্ষ নেতারা রাজপথে নেই দীর্ঘ সময় ধরে। কর্মীদের সাথেও কোন যোগাযোগ রাখছে না এমন অভিযোগ দীর্ঘদিনের। পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো নারায়নগঞ্জের শীর্ষ নেতারা নিজ জেলায় ফিরতে পারছে না। জেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দীন আন্দোলন সফল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করলেও গ্রেফতার আতংকে দলীয় কর্মসূচী পালনে তেমন তৎপরতা পাওয়া যাচ্ছে না। এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন এবং সদস্য সচিব খোকন ইউনিট কমিটির অনুমোদন দেওয়ার পর থেকে বিতর্কীত হয়ে গেছে দলীয় নেতা কর্মীদের কাছে এমনটাই অভিযোগ তুলা হচ্ছে দলের পক্ষ থেকে। আর অন্যান্য পদে আসীন নেতাদের অনেকে আতাঁত করে, কেউ কেউ ক্ষমতাসীন দলের লেজুরবৃত্তি করে নারায়নগঞ্জে রয়েছে। যারা ক্ষমতাসীন দলের সাথে আতাঁত করে নারায়ণগঞ্জে থেকেছে তারা মূলত নিজের ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্যই এমনটা করেছে। তবে এসব আতাঁতকারী নেতাদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ক্ষোভ বেড়েই চলছে। অপরদিকে, নারায়নগঞ্জে বিএনপির নেতৃত্বে যারা রয়েছে এসব নেতাদের সহসিকতা নিয়েও প্রশ্ন উঠেছে দলের তৃনমূল পর্যায় থেকে। দেশের অন্যান্য জেলায় বিএনপির নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে। কিন্তু ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জ এদিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে এখনো পুলিশি ভয় কাজ করছে। আর এ কারনেই তারা নিজ জেলায় ফিরে আসতে অগ্রহী নয়। অন্যদিকে, যারা আন্দোলন করতে গিয়ে একাধিক মামলার আসামী হয়ে ফেরারী জীবন যাপন করছে, যারা জেল হাজতে রয়েছে তাদের পরিবারগুলোর খবর কেউ নিচ্ছে না। এসব নেতাকর্মী কিংবা তাদের পরিবার পরিজন অনেকটা মানবেতন জীবন যাপন করছে বলে বিএনপির একাধিক সূত্রে জানাগেছে। তবে দলের বর্তমানে অবস্থান উত্তোরণ ঘটনাতে ব্যর্থ হলে আগামীতে জেলা বিএনপির নেতৃত্ব হুমকীর পাশাপাশি এর প্রভাব আগামি নির্বাচনে পড়বে বলে মনে করছেন বিশ্লেষক মহল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা