
ডান্ডিবার্তা রিপোর্ট বিতর্ক যেনো পিছু হটছে না নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজউদ্দিন মন্তুর। একের পর এক পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এর ফলে মমতাজউদ্দিন মন্তুর উপর ক্ষুব্ধ স্বয়ং মহানগর যুবদলের অসংখ্য নেতারা। তার এসব কর্মকা-ের কারণে দলের মধ্যে সৃষ্টি হয়েছে বিভাজন। যুবদলের নেতাকর্মীদের অভিযোগ, আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে তাই আপনাকে যুবদলে একটা পদ দিয়ে দিবো। তাহলে আপনার ব্যবসা পরিচালনা করতে কোনো সমস্যা হবে না এমন ভয় দেখিয়ে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকার বিভিন্ন তেল ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করছেন তিনি। এছাড়া আর্থিক লেনদেন করার জন্য তিনি আরও কয়েকজনকে নিয়োগ দিয়েছেন। তাদের মাধ্যমে তিনি পদবীর জন্য বিভিন্ন ব্যক্তিদের কাছে অর্থের জন্য পাঠিয়ে থাকেন। বর্তমানে তিনি অন্য কোনো কাজ না করে এই পদ বাণিজ্য করেই জীবিকা নির্বাহ করছেন বলে অভিযোগ যুবদলের নেতাদের। দলীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ নভেম্বর মমতাজউদ্দীন মন্তুকে আহ্বায়ক এবং মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মমতাজউদ্দিন মন্তু আহবায়ক হওয়ার পর থেকেই নানা রকম বিতর্কে জড়িয়ে মহানগর যুবদলকে কলুষিত করেছেন। এর ফলে তার নেতৃত্ব নিয়ে নানা সমালোচনা চলছে। এছাড়া নেতৃত্ব পাওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও একাধিকবার মহানগর যুবদলের কমিটি পূর্ণাঙ্গের নির্দেশ দিলে খসড়া কমিটিতে নেতাদের পদের প্রলোভন দেখিয়ে আর্থিক সুবিধা নেয়ার একাধিকবার অভিযোগ উঠছে। যার কারণে ৮১ সদস্য, ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও সর্বশেষ ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনেও ব্যর্থ হয়েছেন তিনি। মহানগর যুবদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মমতাজউদ্দিন মন্তুর এহেন কর্মকা-ে অনেকেই যুবদলের রাজনীতি থেকে সরে এসেছে। বর্তমানে তিনি সরাসরি অর্থ বাণিজ্যের সঙ্গে জড়িত না হয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি কিবরিয়াকে দিয়ে এইসব কাজ করাচ্ছেন। কিবরিয়াকে সবাই এলাকায় সুদখোর হিসেবে চিনে থাকেন। তিনি বিভিন্ন ব্যবসায়ীর নিকট লাভের কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। এগুলো ছাড়াও মমতাজউদ্দিন মন্তুর বিরুদ্ধে একাধিক অর্থ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এর আগে তিনি মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য পদে স্থান দেওয়ার প্রলোভন দেখিয়ে মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তুর অত্যন্ত আস্থাভাজন হিসেবে বর্তমানে যুবদল থেকে বেরিয়ে কয়েকদিন একটি পদস্থ হয়েছে। সে নেতার নাম রাসেল বেপারী। তিনি বন্দর ২১নং ওয়ার্ডের এক বিএনপির কর্মী তানভীরের নিকট দীর্ঘ ৫ থেকে ৬ মাস পূর্বে থেকে মহানগর যুবদলের সদস্য পদের প্রোলোভন দেখিয়ে তার নিকট হতে ত্রিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এমন অভিযোগ রয়েছে সেই রাসেল বেপারীর বিরুদ্ধে। কিন্তু দীর্ঘ ৫-৬ মাস অতিবাহিত হওয়ার পর এবার সেই কর্মী আর যুবদলে আসতে চাচ্ছে না। সেই ধারবাহিকতায় ২০ জুলাই মহানগর বিএনপির শোক র্যালির পরে তার নিকট টাকা চাইলে রাসেল বোপারী সরাসারি অস্বীকার করে। আর বলে বেশি কথা বললে তোকে মাদক ব্যবসায়ী হিসিবে চিহ্নিত করে দিবো। পরে দুই জনের মধ্যে এক সময় তর্কাতর্কি জোরালো হতে দেখা গেলে সিনিয়র নেতৃবৃন্দ তা আটকায় ও শান্ত হতে বলে। পরে মহানগর বিএনপির মূল নেতৃবৃন্দ কি হয়েছে জানতে চাইলে তানভীর সকল বিষয় খুলে বলে। আর তারাও একটি সলিউশন দেয় এই ঘটনা তদন্ত করে একটি ব্যবস্থা নেওয়া হবে বলে। কিন্তু দলীয় নেতৃবৃন্দের দাবি, দীর্ঘদিন অর্থ কেলেঙ্কারি হিসেবে নাম উঠেছে মহানগর যুবদলের আহ্বায়কের। এবার এই রাসেল বেপারী মন্তুর ঘনিষ্ঠ লোক হওয়ায় আবারও তাদের দিকেই উঠছে আঙ্গুল। এ বিষয়ে জানতে চাইলে একাধিকবার মহানগর যুবদলের আহবায়ক মমতাজউদ্দিন মন্তুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯