
ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিতর্কিত এমন কমিটি নিয়ে অনেকেই হাস্যরস করছেন। অনেক নেতা কমিটিতে জায়গা পাওয়ার পরও রাগে, ক্ষোভে পদত্যাগ করছেন। সিদ্ধিরগঞ্জের নয়টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটি থেকে একযোগে ১২ জন পদত্যাগ করেছেন। আরো অনেকই পদত্যাগের ঘোষনা দিয়েছেন। বহিরাগত, নিষ্ক্রিয়, হত্যাসহ একাধিক মামলার আসামি, পুলিশের সোর্স, কিশোরগ্যাং নেতাদের পদপদবী দেওয়া ও ত্যাগীদের অবমূল্যায়ন এবং অনেককে না জানিয়ে কমিটিতে রাখার প্রতিবাদ জানিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় হীরাঝিল রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে সাংবাদিক সম্মেলন করে তারা পদত্যাগ করেন। পাশাপাশি গঠিত পকেট কমিটি বাতিল করে নতুন ভাবে কমিটি করার দাবি জানান তারা। পদত্যাগ করা নেতারা হলেন, ১নং ওয়ার্ড কমিটির সহসভাপতি আরাফাত রহমান বাবু, রহুল আমিন, ২নং ওয়ার্ডের সহসভাপতি আজিজ মোল্লা, প্রচার সম্পাদক ফেরদৌস আহম্মেদ, অর্থ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দুলন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো: রনি, ৩নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক আবিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আরমান, অর্থ বিষয়ক সম্পাদক অজিদ সিং, সমাজকল্যাণ সম্পাদক আহাদুল হক, ৬নং ওয়ার্ডের যুগ্নসাধারণ সম্পাদক কামরুজ্জামান বাদল ও সহসভাপতি সাইদুর রহমান মন্ডল। সাংবাদিক সম্মেলনে এসব নেতারা অভিযোগ করেন, কমিটিতে একই ব্যক্তিকে রাখা হয়েছে একাধিক পদে। বিভিন্ন অপরাধ ও অপকর্মে জড়িতরা পেয়েছে গুরুত্বপূর্ণ পদ। ত্যাগী ও দলীয় কাজে সক্রিয়রা হয়েছে বদবঞ্চিত। প্রাধান্য পেয়েছে নিষ্ক্রিয়, প্রবাসী ও বহিরাগতরা। তাই দলীয় স্বার্থে প্রতিটি ওয়ার্ডের মনগড়া কমিটি বাতিল করে যোগ্য নেতাকর্মীদের নিয়ে নতুন করে কমিটি করার দাবি জানানো হয়। পাশাপাশি তালিকায় বানান ভুলেও হতাশ প্রকাশ করেছেন নেতাকর্মীরা। আগামী জাতীয় নির্বাচনের আগে এমন হাস্যকর কমিটি দেওয়ার ফলে নেতাকর্মীদের আরও বিভেদ সৃষ্টি করলো বলে মনে করছেন সবাই। এদিকে এই কমিটি বাতিলের জন্য স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জের ত্যাগী নেতারা থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় তারা এই কমিটিগুলো গঠনে নানা অভিযোগের বিষয় তুলে ধরেন। তাদের কথা শুনে বিষয়টি ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে জানালে তিনি এই কমিটি বিলুপ্ত করে ত্যাগীদের নিয়ে নতুন কমিটি গঠন করার আশ্বাস দেন। তাদের দাবি, এই নির্বাচনের আগেই কমিটি বাতিল করে নতুন কমিটি দিতে হবে তা না হলে তারা এই কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করবে। জানা যায়, চলতি বছরের ২৪, ২৫, ২৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১ থেকে ৯নং ওয়ার্ড সম্মেলন করা হয়। তার পাঁচ মাস পর ৩১ জুলাই রাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. কাজী শাহানারা ইয়াসমিন, জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী ও ডা. মিরাজ বিল্লাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি ৯টি ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা দেয়। কমিটিগুলোতে কেন্দ্রীয় নেতাদের অদক্ষতা ও অজ্ঞানী কর্মকা-ে বিব্রত হয়েছে ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা। কমিটিতে একই ব্যক্তিকে একই কমিটিতে দুই-তিনটি পদ, অনুমতি ছাড়া পদ প্রদান ও এক ওয়ার্ডের প্রার্থী আরেক ওয়ার্ডে পদ পাওয়া নিয়ে অভিযোগ উঠে। এতে ৯টি ওয়ার্ডের কমিটির বাতিল চেয়েছে ওয়ার্ডের ক্ষুব্ধ নেতারা ফেসবুকে লিখেছেন- ওরে পিনিক। জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্তর্ভুক্ত সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ৪নং ও ৫নং কমিটি গঠনে এখনো কোন মন্তব্য পাওয়া না গেলেও বাকি ওয়ার্ড কমিটিতে ঢালাও অভিযোগ উঠেছে। ১নং ওয়ার্ড কমিটিতে নতুন চমক সৃষ্টি করেছেন সাংগঠনিক সম্পাদক মো. নাহিদুল ইসলাম নাহিদ। তিনি মূলত ৩নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন বলে জানান মো. শফিকুল ইসলাম। তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাহিদুল ইসলাম নাহিদকে ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক করায় অভিনন্দন। এদিকে এই ওয়ার্ড কমিটি বাতিল করার দাবি জানিয়েছেন, এমপি শামীম ওসমানের এক কর্মী মিলন আহম্মেদ। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আসসালামু আলাইকুম। প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ১নং ওয়ার্ড কমিটি এটা কেমন কমিটি হলো? হাতেগোনা ২-১ জন ছাড়া যারা কোনো দিন ১ মিনিট রাস্তায় দাঁড়াতে পারবে না তাদের দিয়ে ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। যাদেরকে কোনো মিটিং মিছিলে কোন দিন ১নং ওয়ার্ডের মানুষ কোনদিনই দেখেনি, যাই হোক ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটিকে বাতিল করা হউক। হয় তো টাকার কাছে হেরে গেছে বিবেক আর তৃণমূলের ত্যাগীকর্মীরা হেরে গেলো হাইব্রীডদের কাছে। আজও মীরজাফর এর মত কিছু সম্মানিত নেতারা হাইব্রীডদের টাকার কাছে বিক্রি হয়ে গেলো। যারা জয় বাংলা স্লোগান দিতে দিতে মুখ থেকে রক্ত বের করে ফেললো এবং যারা আজ রাজনীতির কারণে নিজের জীবন দিতে প্রস্তুত তাদেরকে মূল্যায়ন করা হয়নি। মাননীয় এমপি মহোদয়, সিদ্ধিরগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ জেলা সিনিয়র নেতাদর কাছে আমাদের আকুল আবেদন করছি, আপনারা তৃণমূলদের মূল্যায়ন করুন। ২নং ওয়ার্ড কমিটিতে অর্থ সম্পাদক পদে দুইজনকে দেয়া হয়েছে। কমিটির ক্রমিক নম্বরে ১৫নং হলেন দেলোয়ার হোসেন দোলন ও ২৪নং হলেন রফিবুল ইসলাম রকি। এই দুই অর্থ সম্পাদক নিয়ে ফেসবুকে সমালোচনা ঝড় উঠেছে। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাঈদ হাসান মুন্না লিখেছেন- ‘২নং ওয়ার্ড এ মনে হয় ধান্দা বেশি হবে তাই বোধ হয় অর্থ সম্পাদক দুজনকে দিছে, ওরে পিনিক। ৩নং ওয়ার্ড কমিটি থেকে অর্থ সম্পাদক অজিত সিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পেইজে স্ব-ইচ্ছায়, স্ব-জ্ঞানে পদত্যাগ করেন। এই কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আরমান ফেসবুকে তার আইডিতে পদত্যাগের ঘোষণা দেন। তিনি লিখেন, বর্তমান গঠিত কমিটিতে আমি সন্তুষ্ট নয়। কারণ আমি পূর্ববর্তী কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলাম কিন্তু বর্তমান কমিটিতে আমাকে সাংগঠনিক সম্পাদক পদ দেওয়া হয়। এভাবে আমাকে রাজনীতিতে করতে ডিমোটিভেটেড করা হয়েছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন সৈনিক হিসেবে নৌকা নিয়ে কাজ করে যাবো সবসময়। ৬নং ওয়ার্ড কমিটিতে সহ-সভাপতি পদে অনুমতি না নিয়ে মো. সাইদুল ইসলাম মন্ডলকে ঘোষণা দেয়ায় তিনি হতবাক, মর্মাহত ও বিরক্ত প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুকে লিখেছেন ওয়ার্ড কমিটিতে আমার নামটি দেখে এই কমিটির বিষয়ে আমার কোন মন্তব্য নাই। কিন্তু কে বা কার আমার নামটি আমার অনুমতি না নিয়ে কমিটিতে অন্তর্ভুক্ত করেছে আমি তা জানি না। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বলিতেছি, এই কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি এই কমিটির অন্তর্ভুক্ত নই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। একই অভিযোগ উঠেছে যুগ্ম সাধারণ সম্পাদক পদে অনুমতি না নিয়ে মো. কামরুজ্জামান বাদলকে ঘোষণা দেওয়ায় তিনি হতবাক, মর্মাহত ও বিরক্ত প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুকে লিখেছেন ওয়ার্ড কমিটিতে আমার নামটি দেখে এই কমিটির বিষয়ে আমার কোন মন্তব্য নাই। কিন্তু কে বা কাহার আমার নামটি আমার অনুমতি না নিয়ে কমিটিতে অন্তর্ভুক্ত করেছে আমি তা জানি না। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বলিতেছি, এই কমিটির সাথে কোন সম্পর্ক নেই। ৭নং ওয়ার্ড মো. শাকিল মাহমুদকে একই কমিটির সহ-সভাপতি ও অর্থ সম্পাদক করা হয়েছে। আমিনুল ইসলাম আমিনকে একই কমিটির সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। মো. মনিরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক করা হয়েছে। উক্ত তিনজনের নাম ও পদের সাথে তাদের মোবাইল নম্বর দেয়া হয়েছে। এদিকে অনুমতি না নিয়ে রনি গাজী একজনকে এই ওয়ার্ড কমিটিতে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেয়ার অভিযোগ উঠেছে। তিনি ফেসবুকে লিখেছেন, আমি হতবাক অবাক মর্মাহত বিরক্ত। ওয়ার্ড কমিটিতে আমার নামটি দেখে এই কমিটির বিষয়ে আমার কোন মন্তব্য নাই। কিন্তু কে বা কাহারা আমার নামটি আমার অনুমতি না নিয়ে কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আমি তা জানি না। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বলতেছি এই কমিটির সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি এই কমিটির অন্তর্ভুক্ত নই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ফেসবুকে ৭নং ওয়ার্ডের এক কর্মী সাগর আহম্মেদ লিখেছেন, ৭নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের কমিটি দেখলাম। এদের মধ্যে অনেকেরই আওয়ামী লীগের নেতারা ঠিকমতো চিনে না। আবার অনেকে বিএনপি করতো তারাও নাকি সেবক লীগের পদ পায়। এমনভাবে যদি সামনে কমিটিগুলা হয়, তাহলে ত্যাগী কর্মীরা মনোবল হারিয়ে ফেলবে। ৮নং ওয়ার্ড কমিটি সাবেক সভাপতি অহিদ আলমকে বতর্মানে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। তার বিরুদ্ধে জামায়াত-বিএনপির গুরুতর অভিযোগ ছিল তৃণমূলের। এমনকি কেন্দ্রীয় নেতাদের কাছে তার বিরুদ্ধে নালিশ করে ছিলেন। অহিদ আলমের সাত ভাইরে মধ্যে ছয় ভাই বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে সক্রিয় পদে রয়েছে বলে জানা গেছে। এদিকে যে কখনো স্বেচ্ছাসেবক লীগের কোন সভা মিছিলে দেখা যায়নি তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি হলেন, বতর্মানে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন প্রধান বিশ্বস্ত সিহাবউদ্দিন রিপন। এই রিপনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। ৯নং ওয়ার্ড কমিটিতে সালাউদ্দিন নামে একজনকেই দুই বার সহ-সভাপতি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রাখা হয়েছে। সেখানে সালাউদ্দিনের নামের সাথে তার মোবাইল নম্বরটিও দেয়া রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া জানান, স্বেচ্ছাসেবক লীগের কমিটি যেহেতু কেন্দ্রের নেতাকর্মীরা ঘোষণা দিয়েই দিয়েছেন সেখানে আমাদের আর কিছু বলার থাকে না। শুনেছি কমিটিতে বহিরাগত ও বিতর্কিত লোককে পদে আনা হয়েছে। আসলে স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। সেক্ষেত্রে কমিটির বিষয়টা একান্তই কেন্দ্রীয় নেতাকর্মীদের। তবে আমরা আওয়ামী লীগ করি আমাদের জিজ্ঞেস করা উচিত ছিল তাদের। কিন্তু তারা কোনো পরামর্শ ছাড়াই এমন কমিটি ঘোষণা করেছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক সভাপতি জুয়েল হোসেন জানান, ৯টি ওয়ার্ডের সম্মেলনটি ৩ দিনে করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পদপ্রত্যাশী প্রার্থীদের সিভি জমা দিতে বলেছিলেন। ওই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে একাধিক নেতার সিভি জমা পড়ে। সেখান থেকে বাছাই করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আংশিক কমিটি দিয়েছে। একাধিক ওয়ার্ডে একই ব্যক্তি ২-৩টি পদ পেয়েছে অভিযোগ শুনেছি। এগুলো কেন্দ্রীয় নেতাদের কাছে জানানো হয়েছে, তারা কি সিদ্ধান্ত নিবেন জানা নেই। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহানারা ইয়াসমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কমিটির বিষয়ে আমার বক্তব্য দেয়ার কিছু নেই। আমাকে ওইখান থেকে কমিটির জন্য নামসহ কাগজ দেয়া হয়েছিল। সে অনুযায়ী কমিটি ঘোষণা করা হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯