আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | রাত ১২:২৩

তারেকের বিরুদ্ধে ফরমায়েশী রায় না’গঞ্জবাসী মানে না

ডান্ডিবার্তা | ০৫ আগস্ট, ২০২৩ | ১১:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, দেশের এই দুঃসময়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং এ দেশ থেকে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যখন এদেশের মানুষ জেগে উঠেছে ঠিক তখনই তারেক রহমানকে দাবিয়ে রাখতে এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্যই সরকার একটি মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়েছে। এই ফরমায়েশি রায় নারায়ণগঞ্জবাসী মানে না। এমনকি সারা বাংলাদেশের জনগণও এই রায় মানে না মানবে না। কিন্তু আমরা বলতে চাই মামলার রায় দিয়ে তারেক রহমানকে দাবিয়ে রাখা যাবে না। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া আদালতের রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগরীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শুক্রবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা বলতে চাই ১৯৭১ সালের পূর্বে ওই পশ্চিমাগোষ্ঠী বাংলাদেশের মানুষের উপর স্বৈরতন্ত্র কায়েম করেছিল। সেই সময় মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য স্বাধীনতা যুদ্ধের ডাক দেওয়া হয়েছিল। সে একই অবস্থা বর্তমানে বাংলাদেশে বিদ্যমান। আপনারা দেখেছেন গত ১৫ বছর যাবত এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। এই সরকার নতুন সিস্টেম চালু করেছে দিনের ভোট আগের দিন রাতেই ব্যালট বাক্স ফুল করে তাদের প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করে এবং বিরোধী দলের নেতাকর্মীকে নির্যাতন হামলা মামলা এবং গুম খুন করে তারা বিরোধী দলকে ধ্বংস করার পায়তারা করছে। তিনি বলেন, আপনারা দেখেছেন ২০১৪ সালে এবং ২০১৮ সালে প্রহাসনের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনী এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। ২০২৩ সালেও নির্বাচনের তারা একই কায়দায় করার চিন্তা করছে। সেজন্য বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো অনুধাবন করতে পেরেছে। বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে বিদেশীরা আমাদের ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য এ সরকারকে চাপ দিয়েছে। আমরা কিন্তু সরকারের কাছে এ কথা বলিনি যে বিএনপি’রকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হোক। আমরা বলেছি এ দেশে একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করা হোক। সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণই নির্ধারণ করবে কে এদেশের শাসনভার পরিচালনা করবে। তিনি আরও বলেন, এই সরকারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের ভাষায় কথা বলে না। জনগণের সমর্থন হারিয়ে আজকে তারা প্রশাসন দিয়ে জনগণকে স্তব্ধ করে দিতে চায়। আপনারা দেখেছেন গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ মুখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছিল। কিন্তু সরকার জ্বালাও পোড়াও করে বিএনপি নেতাকর্মীদের নামে এ দায়ভার চাপানোর জন্য চেষ্টা করছে। কিন্তু আপনাদের সকল নাটক ব্যর্থ হয়েছে। গত ২৯ জুলাই কি হয়েছে তা দেশের মানুষ দেখেছে। শুধু দেশের জনগণই না বিশ্ব রাজনীতি নেতৃবৃন্দরাও দেখেছে গত ২৯ তারিখ কি হয়েছিল। বিএনপির সহ যে ৩৯ টি দল এক দফা কর্মসূচি ঘোষণা করেছে সে কর্মসূচি বাস্তবায়ন করে আমরা করেই ঘরে ফিরব। এই সরকারের পদত্যাগের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এই স্বৈরাচারি হাসিনা সরকারের দিন শেষ হয়ে এসেছে। দেশের মানুষ জেগে উঠেছে। তাই হাসিনা সরকার ভয় পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়েছে। আমরা এই রায় মানিনা। যতক্ষণ পর্যন্ত দেশের মানুষ এই দু:শামসন থেকে মুক্ত না হবে সরকার পতনের এই এক দফা আন্দোলন আরো দুর্বার গতিতে চলতে থাকবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা