আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১০:২০

হাফেজ রেজাউল করিম হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ডান্ডিবার্তা | ০৫ আগস্ট, ২০২৩ | ১১:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট যাত্রাবাড়ী বড় মাদ্রাসার জালালাইন জামাতের মেধাবী শিক্ষার্থী হাফেজ রেজাউল করীমকে গত ২৮ জুলাই বাইতুল মোকাররম দক্ষিণ গেট প্রাঙ্গনে ছাত্রলীগ যুবলীগের শান্তি সমাবেশে হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার বাদ জুমা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে নারায়ণগঞ্জ ডিআইটি চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক এইচ এম শাহীন আদনান -এর সঞ্চালনায় ও সভাপতি মুহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুনতাছির আহমাদ। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে বলেন, রেজাউল করীমের হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, শান্তি সমাবেশের নামে যুবলীগ-ছাত্রলীগ দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। অনতিবিলম্বে এসব সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। রেজাউল করিম হত্যাকান্ডের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও আইন শৃঙ্খলা বাহিনী এখনো কাউকেই গ্রেফতার না করে শান্তি সমাবেশের নামে যুবলীগ-ছাত্রলীগকে মানুষ খুন করার বৈধতা দিচ্ছে। শীঘ্রই খুনীদেরক গ্রেফতার করে আইনের আওতায় না আনলে গোটা বাংলাদেশের ছাত্র-জনতা তীব্র আন্দোলন গড়ে তুলবে। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ হাফেজ রেজাউল এর শোকসন্তপ্ত পরিবার এবং তার মাদরাসার ব্যথিত সাথী-সঙ্গীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন। নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুহাম্মদ মেহেদী হাসান বলেন; বর্তমান আওয়ামী সরকারের কাছে কেউ নিরাপদ নয় রেজাউল হত্যার মাধ্যমে এটি স্পষ্ট। একজন অসুস্থ শিক্ষার্থী যে কিনা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় তাকে নির্মমভাবে হত্যা করে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এটাই প্রমাণ করলো তাদের হাতে এই দেশের শাসনভার আর বেশিদিন টেকসই হবে না। রেজাউল হত্যায় দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনাই হবে শুভ বুদ্ধির পরিচয়। এছাড়াও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারী মুহাম্মদ সুলতান মাহমুদ, ছাত্র ও যুব বিষয় সম্পাদক মুহাম্মদ আব্দুর রহমান রোমান, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক কারী নাসির উদ্দিন, ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সহ সভাপতি, মুহাম্মদ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক, মুহা.আবুল হাশেম, প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমদ, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মদ মাহাবুবুর রহমান, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ ইফতি আলম, বিশ্ববিদ্যালয় সম্পাদক খালেদ সাইফুল্লাহ সানভীর,কওমী মাদরাসা সম্পাদক এইচ এম ফজলুল করীম, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মদ মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান,কার্যনির্বাহি সদস্য মুনিরুল ইসলামসহ থানা শাখার নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা