আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১০:১৯

মহানগর বিএনপির কাটছেনা দন্যদশা!

ডান্ডিবার্তা | ০৫ আগস্ট, ২০২৩ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দুর্নীতির মামলায় তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে গত বুধবার নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। এসময় মহানগরের মূল দল, বিদ্রোহী ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের আলাদা আলাদাভাবে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে দেখা গেছে। একই সাথে আলাদা আলাদাভাবে মিছিল করায় তাদের কারো মিছিলেই তেমন নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। যার ফলে বিক্ষোভ মিছিল দেখে অনেকেই মহনগর বিএনপিতে কর্মী নেই অথবা মহানগর বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল এমন মন্তব্য করেছেন। এদিকে এই বিষয়টি স্বীকার করে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা এর জন্য মহানগরের শীর্ষ নেতাদের সমন্বয়হীনতাকেই দায়ী করেছেন। নেতাকর্মীদের দাবি সকলে একসাথে জেলা বিএনপির মতো কর্মসূচিতে অংশগ্রহণ করলে মহানগর বিএনপির মিছিলে শহর জ্যাম হয়ে যাবে। গত বুধবার বিকেল ৪টায় চাষাঢ়ার মিশনপাড়া সড়কে বিক্ষোভ মিছিল করেন মহানগর বিএনপির আহবাক কমিটির আহবাক সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব টিপুসহ তাদের অনুসারী নেতাকর্মীরা। এর আগে বিকেল সাড়ে তিনটায় শহরের মন্ডলপাড়া ব্রিজের সংলগ্ন বঙ্গবন্ধু সড়কে মহানগর যুবদল নেতা জোসেফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একই সড়কে বিকেল সাড়ে ৫টায় মহানগরের বিদ্রোহী নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিকেল সাড়ে ৪টায় খানপুর এলাকায় মিছিল করেন মহানগর ছাত্রদল। মহানগর বিএনপির একাধিক নেতা জানান, সবগুলো মিছিল একসাথে হলে শহরে মহানগর বিএনপির ব্যানারে বিশাল মিছিল হতো। এতে সাধারণ মানুষের মধ্যেও বিএনপির রাজনীতি নিয়ে আগ্রহ বাড়তো। তবের দলীয় নেতাদের ইগো সমস্যা এবং তাদের অভ্যন্তরীণ ঝামেলার কারণে মহানগর বিএনপির আজ পৃথকভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করছে। নারায়ণগঞ্জ মহানগরের ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন সোহেল বলেন, আমাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। সমন্বয় থাকলে শহরে সবচেয়ে বড় মিছিল করার ক্ষমতা রাখে মহানগর বিএনপি। নেতায় নেতায় পদ নিয়ে দ্বন্দ্ব, ইগো সমস্যার জন্য সবাই আলাদা আলাদাভাবে সভা সমাবেশ পালন করে। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজীব বলেন, আমরা সবাই এক সাথে থাকতে পারি না। ভালো নেতৃত্ব নাই। এই জন্য মহানগর বড় কোনো শোডাউন দেখাইতে পারে না। বড় নেতা যারা আছে, তাদের কারো মধ্যে মিল নাই। তাছাড়া মহানগরের ওয়ার্ড পর্যায়ের তৃণমূলের কমিটিগুলো অনেক দুর্বল। তাই কর্মী সংকটও আছে। এগুলো দূর করা না হলে রাজপথের আন্দোলনে টিকে থাকতে পারবে না মহানগর বিএনপির নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা