আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১০:১৭

কদর নেই বিএনপিপন্থি কাউন্সিলরদের!

ডান্ডিবার্তা | ০৫ আগস্ট, ২০২৩ | ১১:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরশনের কাউন্সিলর পদে বেশ কয়েকজন বিএনপিপন্থী কাউন্সিলর রয়েছেন। এদের মধ্যে কেউ কেউ বিএনপির পদধারী নেতা, আবার কেউ সাবেক কিংবা পদবিহীন নেতা। কিন্তু রাজনীতিতে বা সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় তাঁরা। কাউন্সিলর হিসেবে সফলতার স্বাক্ষর রাখলেও দলীয় টানাপড়েনের কারণে অবহেলিত থাকেন বিএনপিতে। অথচ তৃণমূল পর্যায়ের রাজনীতিতে এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে জনপ্রিয় জনপ্রতিনিধিদের যুক্ত রাখার প্রয়োজনীয়তা অনুভব করছেন অনেকেই। নাসিক কাউন্সিলরদের মধ্যে শহর ও বন্দরে আলোচিত কিন্তু দলীয়ভাবে অবহেলিত এমন কাউন্সিলর রয়েছেন চারজন। যাদের সকলেই বেশ সম্ভাবনাময় এবং জনপ্রিয় নেতা। তারা হলেন কাউন্সিলর শওকত হাশেম শকু, অহিদুল ইসলাম ছক্কু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এবং আবুল কাউসার আশা। তাদের কারও রয়েছে রাজনীতির সোনালী অতীত, আবার কারও মধ্যে আছে সম্ভাবনাময় নেতৃত্ব দেয়ার সম্ভাবনা। শওকত হাশেম শকু বিগত বিএনপি সরকারের আমলে রাজনীতিতে অনেক বেশী সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চাপের মুখে পরেন তিনি। চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলায় চার্জশীটভুক্ত হন। এছাড়া আরো অনেক মামলায় তাকে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হতে হয়। ফেরারি আসামী হয়ে থাকতে হয়েছে দিনের পর দিন। কিন্তু জনপ্রিয়তায় ভাটা পরেনি তার। পৌরসভা আমল থেকে সিটি করপোরেশনে পরিবর্তিত হবার পরেও তার এলাকায় কমিশনার পদ থেকে হটাতে পারেনি কেউ। অব্যহত জনসেবা ও বিএনপির জনপ্রিয় নেতা হিসেবে তার জয়রথ ছুটছে আওয়ামী লীগের ক্ষমতাকালেও। বর্তমানে শকু মহানগর বিএনপির সদস্য। কিন্তু তার যোগ্যতা অনুযায়ী তিনি আরও অনেক বড় পদ রাখার দাবী রাখেন। কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু এককালে ক্যাডার ভিত্তিক রাজনীতিতে সক্রিয় ছিলেন। আবুল কালাম এমপি থাকাকালে তার উত্থান শুরু হয়। এরপর দীর্ঘদিন রাজনীতি করেছেন। মাঝে বিরতিও নিয়েছেন দীর্ঘ সময়। নতুন করে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আসতে আগ্রহী। কিন্তু সুযোগ পাচ্ছেন না কোন পক্ষ থেকেই। অথচ ছক্কু জনপ্রতিনিধিত্বে রেখেছেন প্রতিভার ছাপ। কাউন্সিলর পদে নির্বাচন করে জয় এনে দেখিয়ে দিয়েছেন তার জনপ্রিয়তার চিত্র। মাকছুদুল আলম খন্দকার খোরশেদের রাজনীতির ইতিহাস বেশ সমৃদ্ধ। খন্দকার পরিবারের সন্তান হয়ে বিএনপির রাজনীতিতে তার ত্যাগ যেমন রয়েছে, তেমনি নিজ ওয়ার্ডে মানুষের প্রতি জনসেবাতেও অন্যন্য নজির স্থাপন করেছেন। করোনাকালে মৃতের সৎকার ও স্বেচ্ছাসেবায় গঠন করেন টিম খোরশেদ। পরবর্তীতে এই কার্যক্রম ফলাও করে প্রচার করা হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। আওয়ামী লীগের অনেক নেতাও তার এমন কাজকে সম্মান দিয়েছেন। কিন্তু বিএনপি তাকে সেভাবে মূল্যায়িত করেনি। অবহেলার নজরেই রেখেছে দিনের পর দিন। অথচ খোরশেদ বিএনপির নেতৃত্বে আসলে রীতিমত পাল্টে যেতে পারে বিএনপির চিত্র। এমপি পুত্র পরিচয় থেকে থেকে কাউন্সিলর পরিচয় অর্জন করেছেন আবুল কাউসার আশা। সাবেক এমপি আবুল কালামের অবর্তমানে বাবার অনুসারীদের হাল ধরেছেন তিনি। রয়েছে বিশাল কর্মীবাহিনী। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে নেতৃত্ব দিয়েছেন সফলভাবে। মহানগর বিএনপির হাল ধরার আগ্রহ থাকলেও উপেক্ষায় থাকছেন স্থানীয় এক পক্ষ ও কেন্দ্রের। অথচ আশা ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকে হারিয়ে কাউন্সিলর পদ মর্যাদা অর্জন করেছেন। যা তার জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছে। সূত্র বলছে, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের জন্য নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করার নির্দেশনা দিয়েছেন। এজন্য বেশ কয়েকবার কেন্দ্রীয় নেতারা এসে জেলা ও মহানগরের সাথে বৈঠক করেছেন। জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের সবচেয়ে বেশী সুযোগ রয়েছে সাধারণ মানুষের সাথে মেশার। তারা চাইলেই পারেন সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে আন্দোলন কর্মসূচীতে। সেদিক থেকে কাউন্সিলরদের নেতৃত্বস্থানীয় ভূমিকায় আনলে লাভবান হবে বিএনপি। দলের একাধিক নেতা বলেন, ‘কাউন্সিলদের জনপ্রিয়তা কাজে লাগাতে পারলে দুটো লাভ পাবে বিএনপি। একদিকে সাধারণ মানুষের আন্দোলনে সম্পৃক্ত হবার সম্ভাবনা বাড়বে। একই সাথে বাড়বে বিএনপির ভোট ব্যাংক। তাছাড়া কোটা সংস্কার, সড়ক আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ত ও সমর্থন থাকায় সেগুলো বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলো। সেই সূত্রেই কাউন্সিলরদের মাধ্যমে আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানো জরুরী। সংশ্লিষ্টরা বলছেন, শুধু এই চারজন নয়। বিএনপির সকল জনপ্রতিনিধিদের সম্মানিত দায়িত্ব দিয়ে জনসম্পৃক্ত আন্দোলন চাঙ্গা করা উচিৎ। অন্যথায় এত জনপ্রিয়তা স্রেফ বৃথা যাবে। উপেক্ষিত কাউন্সিলরদের মূল্যায়ন ও গুরুত্বপুর্ন দায়িত্ব অর্পন করা হলে আন্দোলন যেমন বেগবান হবে, তেমনি নেতাকর্মীরা সাধারণ মানুষের উপস্থিতিতে আরও বেশী উৎসাহ পাবেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা